English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৭ ০৩:২০

ভার্জিনিয়ায় সহিংসতা নিয়ে আবারও দুই পক্ষকে দায়ী করলেন ট্রাম্প

ভার্জিনিয়ায় সহিংসতা নিয়ে আবারও দুই পক্ষকে দায়ী করলেন ট্রাম্প
ছবি ইন্টারনেট থেকে

 

যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভার্জিনিয়ার শার্লোটসভিল শহরে ডানপন্থি শ্বেতাঙ্গ জাতীয়তাবাদী এবং বর্ণবাদবিরোধীদের মধ্যে সহিংসতার ঘটনায় স্থানীয় সময় মঙ্গলবার আবারও দুই পক্ষকে দায়ী করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মাত্র একদিন আগেই ব্যাপক সমালোচনার মুখে থাকা ট্রাম্প গত শনিবারের ওই ঘটনার জন্য শ্বেতাঙ্গ বর্ণবাদীদের দায়ী করে বিবৃতি দিয়েছিলেন। তবে ২৪ ঘণ্টা পার না হতে আরও একবার নিজের অবস্থান পরিবর্তন করলেন তিনি।

 

এদিকে, শার্লোটসভিলের ওই সহিংসতায় তার সর্বশেষ এই অবস্থানে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স

গত শনিবার শার্লোটসভিলের ইমানসিপেশন পার্ক থেকে ১৮৬১ থেকে ৬৫ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধে দাসপ্রথার পক্ষে 'কনফেডারেট' বাহিনীকে নেতৃত্ব দেয়া জেনারেল রবার্ট ই লি-এর ভাস্কর্য অপসারণের বিরোধিতা করে ডানপন্থি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা বিক্ষোভের জন্য জড়ো হয়েছিল। একই সময় তাদের বিরোধিতা করে কয়েকশ মানুষ ওই এলাকায় সমবেত হন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

 

দুই পক্ষের মধ্যে কয়েক ঘণ্টার ওই সংঘর্ষে শহরের অনেক রাস্তায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এ সময় বিরোধী কর্মীদের একটি সমাবেশের ওপর সন্দেহভাজন এক শ্বেতাঙ্গপন্থি দ্রুতগতিতে গাড়ি তুলে দিলে এক নারী নিহত হন। এ ছাড়া সারা দিনের সংঘর্ষে আহত হন আরও ৩০ জন। পাশাপাশি দায়িত্ব পালনকালে নিহত হন স্থানীয় দুই পুলিশ সদস্যও।

ওই ঘটনার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় উভয়পক্ষই দায়ী বলে মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে তার ওই বক্তব্যে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র সমালোচনা শুরু হলে গত সোমবার নিজের অবস্থান পরিবর্তন করে ঘটনার জন্য শ্বেতাঙ্গপন্থিদের দায়ী করে বিবৃতি দেন তিনি।

 

হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'বর্ণবাদ অশুভ, যারা এর নামে সংঘর্ষ ঘটিয়েছে, তারা অপরাধী এবং খুনি।' এ ছাড়া কু ক্লাক্স ক্ল্যান, নব্য-নাৎসি এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীরা মার্কিনিদের প্রিয় সবকিছুর 'বিরোধী' বলেও মন্তব্য করেন ট্রাম্প।

তবে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও নিজের অবস্থান পরিবর্তন করে ফের দুই পক্ষের ওপর দোষ চাপালেন তিনি। মঙ্গলবার দেয়া এক বক্তব্যে ওই সহিংসতার জন্য ডান, বাম ও চরমপন্থিদের দায়ী করেন তিনি। রাগান্বিত এবং বিরক্ত ট্রাম্প এদিন বলেন, 'দোষ উভয়পক্ষই করেছে।' এ সময় তিনি জানান, তার প্রাথমিক প্রতিক্রিয়াও ছিল তাৎক্ষণিকভাবে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করেই।

ডান-বাম উভয় অংশের উগ্রপন্থিদের উদ্দেশ্য করে ট্রাম্প বলেন, 'তাদের মধ্যে একপক্ষে ছিল খারাপদের একটি দল, আবার অন্যপক্ষে যারা ছিল, তারাও ছিল খুবই সহিংস। কেউই এটি বলতে চাইবে না, আমি বললাম।' তিনি বলেন, 'সবাই নব্য নাৎসিবাদী ছিল না, বিশ্বাস করুন।

 

সবাই সেখানে শ্বেত শ্রেষ্ঠত্ববাদী ছিল_ তেমনটাও নয়। অপরপক্ষে যারা ছিল, আপনারা তাদের বাম ডাকতে পারেন, তারাও সহিংস হয়ে অন্যদের ওপর হামলা চালিয়েছিল। যা খুশি তাই বলতে পারেন, কিন্তু এমনটাই ঘটেছিল।'

এদিকে, ট্রাম্পের নতুন এই বক্তব্যের পরপরই আবারও তার সমালোচনা শুরু হয়েছে নিজ দলসহ বিরোধীদের মধ্যে। 'ওয়াশিংটন পোস্ট' এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কাছে ডেমোক্রেট ও রিপাবলিকান মিলিয়ে যে ৫৫ জন নেতার প্রতিক্রিয়া রয়েছে, এর মধ্যে কেবল একটিই ট্রাম্পের বক্তব্যকে কিছুটা সমর্থন করে।

 

বাকি সবাই ট্রাম্পের বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। বিশেষজ্ঞদের অভিমত, শার্লোটসভিলের ঘটনায় ট্রাম্পের আগের অবস্থানে ফিরে যাওয়ায় একদিকে যেমন তার জনপ্রিয়তায় ভাটা পড়বে, আরেকদিকে নিজ দলসহ সব জায়গা থেকেই তার নেতৃত্ব নিয়ে জোরালো প্রশ্ন উঠবে।