English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৭ ১৯:৫০

হিজাব খোলার ক্ষতিপূরণ ৬৮ লাখ টাকা

অনলাইন ডেস্ক
হিজাব খোলার ক্ষতিপূরণ  ৬৮ লাখ টাকা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ২০১৫ সালে এক মুসলিম নারীর হিজাব জোর করে খুলে ফেলেছিল রাজ্যের দায়িত্বরত এক পুলিশ। এমন আচরণের জন্য পরের বছর পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন ক্রিস্টি পাওয়েল নামের ওই নারী। জানিয়েছিলেন, তার ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট লঙ্ঘন করেছে পুলিশ।  অবশেষে তার বিচার পেয়েছেন ক্রিস্টি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার এক প্রতিবেদনে জানায়, জোর করে হিজাব খুলে নেওয়ার ক্ষতিপূরণ হিসেবে ক্রিস্টি পাওয়েলকে ৮৫ হাজার মার্কিন ডলার অর্থাৎ ৬৮ লাখ টাকা দেবে যুক্তরাষ্ট্রের পুলিশ। বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার লং বিচ শহরের একটি আদালত এই রায় দেয় বলে প্রতিবেদনে বলা হয়। যুক্তরাষ্ট্রের মুসলিম মানবাধিকার বিষয়ক সংস্থা সিএআইআর (Council on American–Islamic Relations) ক্রিস্টিকে আইনী লড়াইয়ে সহায়তা করে। প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালের মে মাসে আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন নাগরিক ক্রিস্টিকে পুলিশ আটক করে। সেই সময় সবার সামনে তাকে হিজাব খুলতে বাধ্য করা হয়। পরে সিএআইআর’এর সহায়তায় ক্রিস্টি পুলিশের বিরুদ্ধে ২০১৬ সালে মামলা দায়ের করেন। শুনানিতে সিএআইআর আদালতকে জানায়, ধর্মীয় বিশ্বাস থেকেই ক্রিস্টি হিজাব পরে থাকেন। কিন্তু পুলিশ হেফাজতে তাকে সারারাত হিজাব ছাড়াই রাখা হয়। ক্রিস্টির জন্য পরিস্থিতিটা খুবই বিব্রতকর ছিল। রায় প্রসঙ্গে লং বিচের অ্যাটর্নি মন্টে ম্যাচিট জানান, নিরাপত্তার জন্য কোনো নারীর হিজাব খোলার প্রয়োজন হলে তা শুধু নারী পুলিশ সদস্যরাই করতে পারবেন। এখন থেকে জনসম্মুখেও হিজাব খুলতে কাউকে বাধ্য করা যাবে না। কেবিএ