English Version
আপডেট : ১২ আগস্ট, ২০১৭ ১৪:২৪

মোশাররফের তথ্য ফাঁসে বিব্রত হয়েছিল পাকিস্তান

অনলাইন ডেস্ক
মোশাররফের তথ্য ফাঁসে বিব্রত হয়েছিল পাকিস্তান

পাকিস্তানের অবসরপ্রাপ্ত জেনারেল পারভেজ মোশাররফ ২০০৬ নিজ জীবনীতে একটি তথ্য উল্লেখ করেছিলেন। সেটির তাৎক্ষণিক প্রতিক্রিয়াও জানিয়েছিল পাকিস্তান।

সম্প্রতি দেশটির পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সিনেটের সভায় বিষয়টি ফের আলোচনায় উঠে এসেছে।   গতকাল শুক্রবার সিনেটের সেই সভায় বলা হয়, উত্তর কোরিয়ার কাছে আবদুল কাদির খান পারমাণবিক প্রযুক্তি হস্তান্তর করেছিলেন- মোশাররফের ফাঁস করা এ তথ্যে পাকিস্তানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছিল।  

সভায় কমিটির অতিরিক্ত সচিব বলেন, মোশাররফের তথ্য ফাঁসে বিব্রত হয়ে তড়িঘড়ি করে মোটামুটি মানের একটি প্রতিক্রিয়া জানায় পাকিস্তান। যেখানে মোশাররফের ফাঁস করা তথ্যে সত্যতা অস্বীকার করা হয়।  

পাকিস্তানের পারমাণবিক বোমার জনক হিসেবে খ্যাত বিজ্ঞানী আবদুল কাদির খান। ২০১২ সালে তিনি নিজেও সে কথা স্বীকার করেছিলেন। তিনি বলেন, তৎকালীন ক্ষমতাসীন দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর নির্দেশে দুটি দেশের কাছে সে তথ্য হস্তান্তর করা হয়। সূত্র : ডন