English Version
আপডেট : ৫ জুন, ২০১৭ ১১:০০

কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সৌদিসহ চার দেশের

অনলাইন ডেস্ক
কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন সৌদিসহ চার দেশের

সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগ এনে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এসব দেশগুলোর দাবি, মুসলিম ব্রাদারহুডসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তা দিচ্ছে কাতার। সোমবার বিবিসি এ খবর প্রকাশ করেছে।

এরইমধ্যে জল, স্থল ও আকাশসীমা- সবদিক দিয়েই কাতারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানিয়েছে। এসপিএ আরও জানায়, সন্ত্রাসবাদ ও চরমপন্থীদের কাছ থেকে দেশকে নিরাপদ রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।  

কাতারের সঙ্গে আকাশ ও নদীপথে সবযোগাযোগ বন্ধ করেছে মিশর। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।  

সংযুক্ত আরব আমিরাত ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার জন্য কাতারের কূটনীতিকদের নির্দেশ দিয়েছে। আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম জানিয়েছে, কাতার সন্ত্রাস, চরমপন্থী ও বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে সহায়তা দিচ্ছে।  

বাহরাইনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলেছে, কাতার বাইরাইনের নিজস্ব কার্যক্রম ও নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব খাটিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। এজন্য তারা কাতারের সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে।