English Version
আপডেট : ১১ মার্চ, ২০১৭ ১০:৫০

মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত ৩৮, ঘরছাড়া ৫৩ হাজার

অনলাইন ডেস্ক
মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে নিহত ৩৮, ঘরছাড়া ৫৩ হাজার

আফ্রিকা মহাদেশের দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে ঘূর্ণিঝড়ে 'এনওয়া'র আঘাতে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৫৮ জন। ঘর হারিয়েছেন ৫৩ হাজার মানুষ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর এ কথা জানিয়েছেন।   প্রাথমিকভাবে দেয়া তথ্যে জানানো হয়, ঘূর্ণিঝড়ে ১০ জনের মৃত্যু এবং ১০ হাজার মানুষ ঘর হারিয়েছে। কিন্তু পরবর্তীতে জানানো হয়, শুধুমাত্র দেশটির রাজধানীতেই এই ঘূর্ণিঝড়ের আঘাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২ হাজার মানুষ।   ঘূর্ণিঝড়টি বর্তমানে গতি হারিয়ে মাদাগাস্কার থেকে ৪০০ কিলোমিটার দূরে চলে গেছে। কিন্তু যাওয়ার আগে বড় ধরণের ক্ষতি করে গেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের। ২০১২ সালে ঘূর্ণিঝড় 'ইরিনা' ও 'গিভেন্না'র কারণে দেশটিতে ১০০ জনের বেশি প্রাণ হারিয়েছিল। দ্য হিন্দু।