English Version
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৪৪

মুসলিম নিষিদ্ধে নতুন নির্বাহী আদেশ ট্রাম্পের

নিজস্ব প্রতিবেদক
মুসলিম নিষিদ্ধে নতুন নির্বাহী আদেশ ট্রাম্পের
ট্রাম্প

আগামী সপ্তাহেই অভিবাসন ইস্যুতে নতুন নির্বাহী আদেশ জারি করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে নতুন নির্বাহী আদেশ জারি করার আগ পর্যন্ত বিচারবিভাগের আইনজীবীদের আইনি ব্যবস্থা নেয়ার জন্য নতুন করে ফেডারেল আদালতে আপিল করতে বলেছেন ট্রাম্প।

সার্কিট আদালত সঠিকভাবে কাজ করছে না উল্লেখ করে ট্রাম্প বলেন, 'ভ্রমণ-সংক্রান্ত নির্বাহী আদেশ পুনরায় কার্যকর করার জন্য আপিল করা হবে।'

আগামী সপ্তাহে নতুন নির্বাহী আদেশ প্রদানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, 'আমেরিকার মহান জনগণের জন্য নজিরবিহীন সব পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রকৃত কাজ আমরা শুরুই করিনি, যা শুরু হবে আগামী সপ্তাহে।'

চার মাসের জন্য শরণার্থী গ্রহণ স্থগিত করে গত ২৭ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এতে তিন মাসের জন্য সাতটি মুসলিম প্রধান দেশ- ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

ট্রাম্পের এ আদেশ চ্যালেঞ্জ করা হলে সিয়াটলের একটি আদালত নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। পরে ট্রাম্প প্রশাসন আদালতের ওই আদেশের বিরুদ্ধে আপিল করলে গত বৃহস্পতিবার ফেডারেল আপিল কোর্টের তিন বিচারকের প্যানেলও তা খারিজ করে দেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও জানান, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ শুরু হয়ে গেছে।

তিনি বলেন, 'আমি যা বলে ক্ষমতায় এসেছি, তা সবই বাস্তবায়ন করছি। আমেরিকার ইতিহাসে ক্ষমতা গ্রহণের এত অল্প সময়ের মধ্যে কোনো প্রেসিডেন্টই জনগণের জন্য এমন সব ভালো কাজ করতে পারেননি।'