English Version
আপডেট : ১৬ জানুয়ারি, ২০১৭ ০৩:১৫

কংগ্রেসের রাজনীতিতে নাম লেখালেন সিধু

অনলাইন ডেস্ক
কংগ্রেসের রাজনীতিতে নাম লেখালেন সিধু

আন্তর্জাতিক ডেস্ক: কংগ্রেসে যোগ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার নবজ্যোৎ সিং সিধু। পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাতের পরই তিনি কংগ্রেসে যোগ দেন।

এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, দিল্লিতে রোববার রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করে খেলোয়ার থেকে রাজনীতিতে নাম লেখান সিধুর। বৈঠকের পরই নবজ্যোৎ সিং সিধুর ও রাহুল গান্ধি এক সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন।

এর আগে পাঞ্জাব রাজ্যে কংগ্রেসের সভাপতি অমরিন্দর সিং বলেছিলেন, পাঞ্জাব বিধানসভা নির্বাচনে অমৃতসর (পূর্ব) কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়তে পারেন সিধু। পাঞ্জাব রাজ্যে ৪ মার্চ নির্বাচন। ফল ঘোষণা ওই মাসের ১১ মার্চ।

গত বছরের ১৮ জুলাই রাজ্যসভা থেকে পদত্যাগ করেন সিধু। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকেও পদত্যাগ করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই ওপেনার ব্যাটসম্যান। গত বছর সিধুর স্ত্রী নবজ্যোৎ কৌর সিধুও বিজেপি থেকে পদত্যাগ করে কংগ্রেসে যোগ দিয়েছেন।