English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ০০:৩৩

শরণার্থীকে লাথি ও ল্যাং মারা সেই নারী সংবাদকর্মীর সাজা

অনলাইন ডেস্ক
শরণার্থীকে লাথি ও ল্যাং মারা সেই নারী সংবাদকর্মীর সাজা

আন্তর্জাতিক ডেস্ক : হাঙ্গেরি-সার্বিয়ার রোসকি সীমান্তে ২০১৫ সালের সেপ্টেম্বরে এক শরণার্থীকে লাথি ও ল্যাং মেরে সমালোচিত হওয়া এক নারী সংবাদকর্মীকে তিন বছরের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। 

শুক্রবার সেজেডে ডিস্ট্রিক্ট কোর্ট পেত্রা লাসলোর বিরুদ্ধে এ রায় দেন হাঙ্গেরির আদালত।

২০১৫ সালের সেপ্টেম্বরে হাঙ্গেরি-সার্বিয়ার রোসকি সীমান্তে দুই শিশুকে পেত্রার লাথি ও এক বৃদ্ধকে ল্যাং মারেন। ওই সময় শরণার্থীদের ঢল ঠেকাতে পুলিশি তৎপরতার মধ্যে আশ্রয়প্রার্থীরা পুলিশের বেষ্টনি ভেঙে বুদাপেস্টের দিকে শিশু কোলে নিয়ে ছুটতে থাকা এক বৃদ্ধ শরণার্থী ও দুই শিশুকে লাথি মারেন পেত্রা। পরে ল্যাং মেরে তিনি বৃদ্ধকে মাটিতে ফেলে দেন। পরে আবার সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করেন। ওই সময় পেত্রাকে বৃদ্ধের সঙ্গে তর্ক করতে এবং শিশুটিকে কাঁদতে দেখা গিয়েছে বলে দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে জানায়।   শরণার্থীদের প্রতি এ অমানবিক আচরণের জন্য নিজের দেশ ও আন্তর্জাতিক সংবাদ মাধ‌্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন পেত্রা। এর কয়েকদিন পর টেলিভিশন চ্যানেলের চাকরি হারান এ সংবাদকর্মী। 

আদালতের শুনানিতে বিচারক ইলেস নানাসি বলেন, পেত্রার ওই ব্যবহার ছিল ‘সামাজিক মূল্যবোধের পরিপন্থি’। তবে তিন বছরের সাজার সময় পেত্রাকে জেলে কাটাতে হবে না। শর্ত মেনে নজরদারির মধ্যে থাকতে হবে তাকে। যদিও এর বিরুদ্ধে আপিলের ঘোষণা দিয়েছেন পেত্রা। রায় ঘোষণার সময় কান্নায় ভেঙে পড়েন পেত্রা।