English Version
আপডেট : ১৩ জানুয়ারি, ২০১৭ ২০:২৫

ইসরায়েলকে হামলার উপযুক্ত জবাব দেয়া হবে: সিরিয়া

অনলাইন ডেস্ক
ইসরায়েলকে হামলার উপযুক্ত জবাব দেয়া হবে: সিরিয়া

ঢাকা: দামেস্কের কাছে একটি সামরিক বিমান ঘাঁটির উপর কয়েক দফায় বিমান হামলার জন্যে সিরিয়া ইসরায়েলকে দায়ী করেছে। ইসরায়েলকে সতর্ক করে সিরিয়ার সেনাবাহিনী বলেছে, তারা এই হামলার জবাব দেবে। এই হামলাকে গর্হিত অপরাধ হিসেবে উল্লেখ করে সেনাবাহিনী বলছে, লেইক টিবেরিয়াস থেকে এসব ক্ষেপনাস্ত্র ছোঁড়া হয়েছে।

বিবিসির সংবাদদাতারা বলছেন, রাজধানীর আশেপাশে বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় রকেট হামলা চালাতে এই সামরিক ঘাঁটি ব্যবহার করা হতো। সিরিয়ায় হামলার অভিযোগের জবাবে কোন ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল সরকার।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে, শুক্রবার সকালে রাজধানী দামেস্কের পশ্চিমে একটি সামরিক বিমান বন্দর এলাকায় বেশ কয়েকটি রকেট এসে পড়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সেনাবাহিনী বলছে, মেজেহ বিমান বন্দরে এসব ক্ষেপনাস্ত্র ছুঁড়েছে ইসরায়েল। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা যাচ্ছে, কথিত এই হামলার ফলে সেখানে আগুন ধরে গেছে কিন্তু এতে কোন প্রাণহানি হয়েছে কীনা সেবিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায় নি।

তবে রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়েছে, হামলার পরই সেখানে অ্যাম্বুলেন্স ছুটে গেছে।

হামলার পর সিরিয়ার পক্ষ থেকে ইসরায়েলকে হুঁশিয়ার করে দেওয়া হয়েছে। সেনাবাহিনী বলছে, ইসরায়েলী বিমান থেকে এসব হামলা চালানো হয়েছে এবং তারা এর জবাব দেবে।

সিরিয়ার এই অভিযোগের জবাবে ইসরায়েল কিছু অস্বীকারও করেনি, স্বীকারও করেনি। এর আগেও বিভিন্ন সময়ে সিরিয়ায় হামলার ব্যাপারে দেশটি ইসরায়েলকে অভিযুক্ত করেছিলো। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে কখনোই কিছু বলা হয়নি। ধারণা করা হয়, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের হেযবোল্লাহ গ্রুপের কাছে অস্ত্র পাঠানোর সময় ইসরায়েল তার উপর বেশ কয়েকবার বোমা হামলা চালিয়েছে। এই গ্রুপটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পক্ষ হয়ে যুদ্ধ করার জন্যে সিরিয়াতে হাজার হাজার যোদ্ধা পাঠিয়েছে।