English Version
আপডেট : ৩০ আগস্ট, ২০২১ ১১:৪২

ডব্লিউএইচওর সঙ্গে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি

অনলাইন ডেস্ক
ডব্লিউএইচওর সঙ্গে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে নতুন করে সাড়ে ১০ কোটি করোনা প্রতিরোধী টিকার চুক্তি করেছে বাংলাদেশ সরকার।

রোববার (২৯ আগস্ট) দুপু‌রে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে উপজেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নতুন করে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি করা হয়েছে। দেশের প্রতিটি মানুষের জন্য টিকার ব্যবস্থা করা হবে। বর্তমানে মৃত্যুর হার কমলেও করোনা নিয়ে অবহেলা করা যাবে না।

এসময় প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে তাগিদ দিচ্ছেন জানিয়েছে মন্ত্রী বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের টিকা দিয়েই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমানসহ অনে‌কেই শোকসভায় বক্তব্য রাখেন।