English Version
আপডেট : ১৫ মে, ২০১৭ ১১:০৭

কীভাবে বুঝবেন আপনার রক্তচাপ বেড়েছে?

নিজস্ব প্রতিবেদক
কীভাবে বুঝবেন আপনার রক্তচাপ বেড়েছে?

বহু মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন। কারও কারও ক্ষেত্রে প্রথম থেকেই বুঝতে না পারার জন্য রক্তচাপের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়। সঠিক সময়ে চিকিৎসকের কাছে না গেলে তা ভয়ঙ্কর হতে পারে। তাই উচ্চ রক্তচাপের লক্ষণগুলো জেনে রাখা খুব দরকার।

যদিও উচ্চ রক্তচাপের তেমন কোনও লক্ষণ বোঝা যায় না। একে তাই সাইলেন্ট কিলার ও বলা হয়। যতক্ষণ না পর্যন্ত মাপা হচ্ছে, ততক্ষণ বেশিরভাগ মানুষ বুঝতেই পারেন না যে, তাঁর রক্তচাপ বেড়েছে। তাও যে যে লক্ষণগুলি শরীরে অনুভব করলেই চিকিৎসকের কাছে যাওয়া দরকার সেগুলো জেনে নিন-

১) মাথার যন্ত্রণা।  ২) চোখে ঝাপসা দেখা।  ৩) বমি এবং মাথা ঘোরা।  ৪) বুকে ব্যথা এবং শ্বাস নিতে সমস্যা।