English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৭ ১০:৫৫

কান পাকা রোগের কারণ ও চিকিৎসা

অনলাইন ডেস্ক
কান পাকা রোগের কারণ ও চিকিৎসা

রোগগুলোর অন্যতম কান পাকা। কান পাকা রোগ দুই ধরনের। নিরাপদ ও মারাত্মক। নিরাপদ ধরনের কান পাকা রোগে কানের পর্দায় ছিদ্র থাকে। কান দিয়ে পুঁজ পড়ে, কানে ব্যথা হয়, কান চুলকায়, কানে কম শোনা যায়। প্রাথমিক অবস্থায় কিছু ওষুধ ব্যবহার ও উপদেশ মেনে চলে রোগ নিরাময় করা যায়। তবে এতে কানের পর্দা জোড়া লাগে না। তবে অপারেশন করে কানের পর্দা জোড়া লাগানো যায়। মারাত্মক ধরনের কান পাকা রোগে কান দিয়ে সবসময় একটু করে কষের মত ঝরে। কানের এ কষ পঁচা দুর্গন্ধযুক্ত হয়। বিশেষজ্ঞরা এ দুর্গন্ধ থেকেই রোগটির ধরণ বুঝতে পারেন। মারাত্মক ধরনের কান পাকা রোগে অপারেশনই হচ্ছে প্রকৃত চিকিত্সা। উভয় ধরনের কান পাকা রোগ জটিল হয়ে কানের পুঁজ মস্তিষ্ক পর্যন্ত পৌঁছতে পারে। এ ধরনের জটিলতায় কানে অপারেশন লাগে। অনেক ক্ষেত্রে রোগ নিরাময়ের পাশাপাশি রোগীর জীবন বাঁচানোর জন্য এ অপারেশন করতে হয়। কান পাকা রোগ নিয়ে কখনোই হেলা ফেলা উচিত নয়।