English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২১:১২

স্পেনে ৬৪ বছরে যমজ সন্তানের মা হলেন নারী

নিজস্ব প্রতিবেদক
স্পেনে ৬৪ বছরে যমজ সন্তানের মা হলেন নারী

স্পেনের উত্তরাঞ্চলীয় শহর বুরগেসের ৬৪ বছর বয়স্কা এক নারী স্বাস্থ্যবান যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এরমধ্যে একজন ছেলে ও অন্যজন মেয়ে শিশু।

এ বয়সে স্বাভাবিক প্রসব অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা তার অপারেশন করেন। এসময় তারা পুরো অপারেশনের ভিডিও করে পরবর্তীতে তা পোস্টও করেন।   নাম না জানা এই নারী গর্ভকালীন সময়ে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন বলে জানায় দেশটির সংবাদমাধ্যম।   স্পেনের দৈনিক এল প্যারিস জানায়, এই নারী ২০১২ সালেও এক কন্যা সন্তানের জন্ম দেয় যে বর্তমানে সামাজিক পরিচর্যাকেন্দ্রে বড় হচ্ছে।   এই নারীর বেশভূষা  ও স্বাস্থ্য দেখে মনে হচ্ছে তিনি উদ্বাস্তু জীবন যাপনে অভ্যস্ত। তাই তার নতুন এই যমজ সন্তানকেও সেফ হাউজে রাখার দাবি করেন দেশটির সমাজকর্মীরা। এল প্যারিস আরো জানিয়েছে, গত বছরেও দেশটিতে দুই নারী ৬০ বছর বয়সে সন্তান জন্ম দিয়েছিলেন।   তবে, ২০১৬ সালে ভারতের হরিয়ানায় দালজিনদার কাউর নামের এক নারী ৭০ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে বিশ্ববাসীকে চমকে দিয়েছিলেন।