English Version
আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:২৩

বিশ্বের প্রথম বৃক্ষমানবী সাহানা!

নিজস্ব প্রতিবেদক
বিশ্বের প্রথম বৃক্ষমানবী সাহানা!

দশ বছর বয়সী বাংলাদেশি মেয়ে এক অদ্ভূৎ সমস্যায় আক্রান্ত। চিকিৎসকদের মতে তিনিই হচ্ছেন ‘বৃক্ষমানব সিনড্রম’-এ আক্রান্ত প্রথম মেয়ে। সাহানা খাতুন নামে সেই মেয়েটিকে নিয়ে বেশ বিড়ম্বনায় আছেন তার পরিবার। 

সাহানাকে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের মতে সে এমন একটি সমস্যায় আক্রান্ত যেটাতে বিশ্বের আর চারজন ভুগছেন। সে চারজনই পুরুষ।

রোগটিকে ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভারোসিফর্মিস’ বা সংক্ষেপে লিওয়ানডোস্কি-লুজ ডিসপ্লাসিয়া’ বলা হয়। তবে রোগটি অতি পরিচিত ‘বৃক্ষ মানব সিনড্রম’ (ট্রি ম্যান সিনড্রম) নামে। এ রোগটিতে আক্রান্ত হলে শরীরে গাছের বাকলের মতো অতিরিক্ত অংশ গজায় বলে এ নামকরণ করা হয়েছে।

ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. সামন্ত লাল সেন বার্তা সংস্থা এএফপিকে জানান ‘আমার বিশ্বাস সাহানা প্রথম নারী যে এই রোগে আক্রান্ত।’

সাহানার বাবা মোহাম্মদ শাহজাহান জানান, ‘আমরা খুবই গরীব। ছয় বছর বয়সে মেয়েটি তার মাকে হারায়। আমি আশা করি ডাক্তাররা আমার মেয়ের মুখ থেকে গাছের এই বাকলগুলো সরাতে পারবে।’

এর আগে ‘বৃক্ষ মানব’ হিসেবে পরিচিত আবুল বাজানদার ১৬ টি অপারেশনের পর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। ঢাকা মেডিকেল থেকেই চিকিৎসা নিয়েছিলেন আবুল বাজানদার। আবুল বাজানদারের শরীর থেকে অন্তত পাঁচ কেজি অতিরিক্ত অংশ সরানো হয়েছিল। বাজানদারের চিকিৎসাকে মেডিকাল শাস্ত্রের ইতিহাসে একটি মাইলস্টোন হিসেবে স্বীকৃতি দিয়েছেন সামন্ত লাল সেন।বিশ্বের প্রথম বৃক্ষ মানবী সাহানা!      গতবছর ইন্দোনেশিয়ার একজন পুরুষ মারা যান এই রোগে আক্রান্ত হয়ে। সেখানে আবুল বাজানদারের সুস্থ হওয়া সাহানার জন্য আশার দিক। সেরে উঠুক বিশ্বের প্রথম বৃক্ষমানবী সাহানা!

সূত্র: টেলিগ্রাফ