English Version
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৭ ২৩:০৫

‘বৃক্ষমানব’ এখন সুস্থ

নিজস্ব প্রতিবেদক
‘বৃক্ষমানব’ এখন সুস্থ

ঢাকা : ১৬টি অপারেশন শেষে সুস্থ অবস্থায় হাসপাতাল ছাড়ছেন বাংলাদেশি ‘বৃ্ক্ষ মানব’ আবুল বাজানদার। চিকিৎসকদের প্রত্যাশা দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন বাজানদার।

গেল এক বছরে কমপক্ষে ১৬টি অপারেশন শেষে তার শরীর থেকে পাঁচ কেজি বর্ধিত গাছের শিকড় অপসারণ করা হয়েছে। এখন তিনি এতটাই স্বাভাবিক যে মেয়েকে কোলে নিতে পারছেন।   ২৭ বছর বয়সী রিকশা চালক আবুল বাজানদার যে বিরল রোগে আক্তান্ত তিনিসহ বিশ্বে মাত্র চারজন এরোগে আক্রান্ত হয়েছিলেন। এই রোগের নাম ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’। রোগটি ‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোম নামে পরিচিত যা জিন গত সমস্যার জন্য হয়ে থাকে।   আবুল বাজানদার বর্তমানে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক ডা. আবুল কালামের অধীনে চিকিৎসাধীন। এ ইউনিটের প্রতিষ্ঠাতা ও বর্তমানে প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, বাজানদারের আরোগ্য লাভ চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়কর এক সাফল্য।   তিনি আরো বলেন, আমরা এ পর্যন্ত ১৬টি অপারেশন করেছি তার হাত-পায়ে এবং বর্ধিত অংশ অপসারণ করেছি। বর্তমানে সে প্রায় সুস্থ। আশা করি আগামী এক মাসের মধ্যে কয়েকটি ছোট অপারেশন শেষে আমরা তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিতে পারবো।   তার বিশ্বাস, বাজানদারই প্রথম ব্যক্তি যিনি এই রোগ থেকে মুক্তি পেয়েছেন। গত বছর একই রোগে একজন ইন্দোনেশিয়ান মারা গিয়েছিলেন। সূত্রঃ ডেইলি মেইল।