English Version
আপডেট : ২৬ মে, ২০১৮ ১১:৫৩

আরজে তাজের ইফতারের ছবি নিয়ে সমালোচনার ঝড়

অনলাইন ডেস্ক
আরজে তাজের ইফতারের ছবি নিয়ে সমালোচনার ঝড়

ফেসবুকে বইছে সমালোচনার ঝড়। গতবছরও ফেসবুক সরগরম হয়েছিল তার সমালোচনায়। বলছি রেডিও জকি আরজে তাজের কথা। যার পুরো নাম তাসনিম বর্ষা ইসলাম।

এবার তিনি কওমি মাদরাসায় ইফতার করে, সেই ইফতারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে আপ করে সমালোচিত হয়েছেন। আরেজে তাজ গত ২২ মে মঙ্গলবার রাত ৮ টা ১৮ মিনিটে ছবিটি আপ করেছেন তার ফেসবুক পেজে। ছবিটি প্রকাশ হবার পর এর বিপক্ষে নানান সমালোচনা করছেন সাধারণ মানুষ।

কাওসার আহমেদ মুন্না নামের একজন ছবিটি আপ করে ক্যাপশনে যা লিখেছেন, তা এই সংবাদে লেখার অযোগ্য। আরমান খান নামের একজনও সে ধরনের ভাষাই ব্যবহার করেছেন। তারা কটাক্ষ করে বলেছেন, এমন নারীর সঙ্গে ইফতার করা কেবল কওমিদের দ্বারাই সম্ভব।

এ সব ছাড়াও তাজের পেজে ওই ছবির নিচেও এসেছে সমালোচনাসুলভ আরও অনেক কমেন্ট। মো. আতিক হাসান অবিক নামের একজন কমেন্ট করেছেন, ‘মৌলভী, লজ্জা হয় তোমাদের দেখে! এই নির্লজ্জ মহিলার সাথে বসে ইফতার করতে লজ্জা বোধ হয় নাই? তবে এ ছবিটি ঠিক কোন মাদরাসার কোথায়, সেটি জানা যায়নি।

এর আগেও সমালোচিত হয়েছিলেন আরজে তাজ। ২০১৭ সালের জানুয়ারি মাস নাগাদ আরজে তাজ সমালোচিত হয়েছিলেন একটি রেডিও স্টেশনের লাইভ স্ট্রিমিংয়ে অশ্লীল শব্দ চয়ন ও অঙ্গভঙ্গির জন্য। একটি রেডিওর ইউটিউব চ্যানেলে ‘কামড় দিও না’ নামের গানে নেচে সমালোচিত হয়েছিলেন তিনি। এ ছাড়াও লালনের ‘দিলে কী দয়া হয় না’ গানে আরজে তাজের পোশাকও সমালোচিত হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে।