English Version
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮ ১২:১০

পার্শ্ব চরিত্র তবুও এত পারিশ্রমিক!

অনলাইন ডেস্ক
পার্শ্ব চরিত্র তবুও এত পারিশ্রমিক!

এক সময় প্রধান নায়ক হিসেবে চলচ্চিত্রে দাপিয়ে বেড়িয়েছিলেন তাঁরা। কিন্তু এখন শুধুমাত্র পার্শ্ব চরিত্রেই দেখা যায় তাঁদের। কেউ বয়সের জন্য আবার কেউ নায়ক হিসেবে জনপ্রিয়তা হারিয়েছেন বলে পার্শ্ব চরিত্রে ঠাঁই হয়েছে। তবে তাঁদের পারিশ্রমিক কমেনি। এমনই কয়েকজন জনপ্রিয় অভিনেতার পারিশ্রমিক সম্পর্কে জানা যাক-

অনিল কাপুর তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। শুধুমাত্র হিন্দি ছবি নয়, বহু আন্তর্জাতিক সিনেমাতেও অভিনয় করেছেন। ‘রেস ৩‘ ছবিতে দেখা যাবে সলমন খানের সঙ্গে। শোনা যাচ্ছে এই ছবির জন্য তিনি ৮-৯ কোটি রুপি পারিশ্রমিক পাবেন।

রীতেশ দেশমুখ ইদানীং তাঁকে তারকাবহুল ছবিতেই দেখা যায়। ‘হাউজফুল ৩’‚ ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’ এবং ‘ব্যাঙ্ক চোর’ ছবিতে দেখা গেছে তাঁকে। এই ছবিগুলোর একটিও বক্স অফিসে সফল হয়নি। কিন্তু তাসত্ত্বেও প্রতি ছবির জন্য রীতেশ ৩-৪ কোটি রুপি পারিশ্রমিক পেয়ে থাকেন।

ববি দেওল দীর্ঘদিন পর ববিকে দেখা যাবে ‘রেস ৩‘ ছবিতে। রেমো ডিসুজা পরিচালিত এই ছবির জন্য নাকি তাঁকে দেওয়া হবে ৫ কোটি রুপি।

আরশাদ ওয়ার্সি ‘গোলমাল’‚ ‘মুন্না ভাই’-এর মতো সুপারহিট ছবিতে দেখা গেছে আরশাদ ওয়ার্সিকে।  বেশীরভাগ ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। গোলমাল সিরিজের ছবিগুলোর জন্য আরশাদ ৩ থেকে সাড়ে ৩ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন।

কুণাল খেমু ছোটবেলা থেকেই অভিনয় করেন কুণাল। ২০০৫ সালে ‘কলিযুগ’ ছবিতে নায়ক হিসেবে অভিষেক হয় তাঁর। প্রতি ছবির জন্য নাকি ২ কোটি রুপি করে পান তিনি।

নীল নীতিন মুকেশ ‘জনি গদ্দার’‚ ‘নিউ ইয়র্ক’ এবং ‘জেল’ ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যায় তাঁকে। এই ছবিগুলোর জন্য বেশ প্রশংসিতও হয়েছেন তিনি। তবে ইদানিং তাঁকে খলনায়কের চরিত্রেই দেখা যায়। প্রতি ছবির জন্য তাঁর পারিশ্রমিক ১ থেকে ২ কোটি রুপি।

তুষার কাপুর নায়ক হিসেবে অভিষেক হলেও ইদানিং তাঁকে বড়পর্দায় খুব একটা দেখা যায় না। তবে গোলমাল সিরিজের সব ছবিতেই তুষারকে দেখা যায়। এই ছবির জন্য তাঁকে ২ কোটি রুপি করে দেওয়া হয়।