English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮ ১১:১৩

আজ পর্দায় দেখবেন যেসব নাটক

অনলাইন ডেস্ক
আজ পর্দায় দেখবেন যেসব নাটক

ফাল্গুন আর ভালোবাসা দিবস- পিঠাপিঠি এই দুই দিবসকে আপন করে নিয়েছে তরুণ প্রজন্ম। ফাল্গুন আর ভালোবাসার উচ্ছ্বাসে আজ মুখর হবে নানা বয়সের মানুষ। ফাল্গুনে গাছে গাছে ফুটেছে শিমুল ও পলাশ। প্রকৃতি সেজেছে বাহারি রঙে। আর নগরে বসন্ত এসেছে তরুণ-তরুণীর বেশভূষায়। এই উৎসবের আমেজ থাকবে আজ ভালোবাসার দিবসেও। সেটি দেখা যাবে পর্দায়ও। কারণ এ দিনকে আরো আলোকিত করতে পর্দায় দেখা যাবে রোমাঞ্চে ভরা সব নাটক। ভালোবাসা দিবস থেকে অন্তত তিন দিন পর্দায় দেখা যায় তারকা জুটিদের রোমান্টিক গল্পের নাটক।

এর মধ্যে আজ বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মিথোজীবী’। নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির ও মৌটুসী প্রমুখ।

রাত ৮টায় এসএ টিভিতে প্রচার হবে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘উইন্ড অব চেঞ্জ’। এতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও নাদিয়া মিম। রাত ৮টা ৪৫ মিনিটে আর টিভিতে প্রচার হবে ভালোবাসা দিবসের নাটক ‘একটি মধ্যবিত্ত ফ্রিজের গল্প’। এতে অভিনয় করেছেন তাহসান ও তিশা।

অন্যদিকে গাজী টিভিতে রাত ৮টা ৪৫ মিনিটে দেখবেন ‘বি লাভড’ নাটক। এতে অভিনয় করেছেন অপূর্ব ও ঐন্দ্রিলা। আজ ১০টায় একুশে টিভিতে প্রচার হবে ‘দুপুর আকাশের রংধনু’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পপি, অপূর্ব, স্পর্শিয়া, কল্যাণ কোনাইয়া প্রমুখ। রাত ৯টা ২০ মিনিটে প্রচারিত হবে শারলিন ও নিশোর ‘যখন বসন্ত’। এটি দেখা যাবে এনটিভির পর্দায়।

দীপ্তটিভিতে আজ রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘তুমিময় সব সময়’। নাটকটিতে অভিনয় করেছেন আবদুন নূর সজল ও স্নিগ্ধা।