English Version
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ ১১:২৪

পরীমনির পরিবর্তে ‘চন্দ্রাবতী’ অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক
পরীমনির পরিবর্তে ‘চন্দ্রাবতী’ অপু বিশ্বাস

শাকিব-অপু ইস্যু নিয়ে গত বছর থেকেই বেশ সরগরম চলচ্চিত্র পাড়া। তাদের বিচ্ছেদের বিষয় নিয়ে চলছিলো বেশ আলোচনা। অবশেষে সেই আলোচনার অবসান হলো। নায়ক শাকিব খানের ডির্ভোসের সিদ্ধান্ত মেনে নিলেন অপু বিশ্বাস।

ঢাকা উত্তর সিটি করপোরেশন শাকিব-অপুর বিষয়টি সুরাহার জন্য দ্বিতীয়বারের মতো ১২ ফেব্রুয়ারি ডেকে পাঠিয়েছিলেন শাকিব ও অপু বিশ্বাসকে। তবে এদিন তাদের কেউই এবার উপস্থিত ছিলেন না।

শাকিব খান বর্তমানে শুটিং এর কাজে ব্যস্ত আছেন অস্ট্রেলিয়া। সেখান থেকে বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়ে দেন যে তিনি আর অপু সঙ্গে বৈবাহিক সম্পর্ক রাখতে চান না।

এদিকে বিডি২৪লাইভের সঙ্গে অপু বিশ্বাসের কথা হলে তিনি বলেন, ‘শাকিব যা ভালো মনে করেছে, সেই সিদ্ধান্তই গ্রহণ করেছে। তার তো স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। যেহেতু শাকিব তার সিদ্ধান্ত নিয়েই নিয়েছেন তাহলে তো আর সালিশে আমার যাবার প্রয়োজন নেই।’

এদিকে, চিকিৎসকদের পরামর্শে রফিক শিকদারের নির্মিতব্য ‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে অভিনয় না করার সিদ্ধান্ত নেন পরীমনি। পরীমনি তার শারীরিক অবস্থার কথা চিন্তা করে এই ছবিটি ছেড়ে দেন।

এবার এই ছবিতে কাজ করতে যাচ্ছেন, অপু বিশ্বাস। চন্দ্রাবতী চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস।

এ বিষয়ে পরিচালক রফিক শিকদার নিজেই একটি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, যেহেতু এ ছবিতে পরীমনি অভিনয় করছেন না, তাই পরবর্তীতে নায়িকা খুঁজতে হলো আমাকে। সোমবার (১২ ফেব্রুয়ারি) চন্দ্রাবতী চরিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন অপু বিশ্বাস। আশা করছি, আগামী বৃহস্পতিবার এই ছবির মহরত অনুষ্ঠিত হবে।

পরিচালক আরো জানান, এই ছবিতে নায়ক চরিত্রে দেখা সাইমনকে। ছবিটির কাহিনী গড়ে উঠেছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে। রবীন্দ্র ভারতীতে অধ্যয়নরত দুইজন ছাত্র-ছাত্রীর প্রণয় এবং অভিভাবকদের বাধা-বিপত্তি পেরিয়ে এগুতে থাকবে ছবির কাহিনী।

রফিক শিকদারের কাছে জানতে চাওয়া হয় নায়িকা যেহেতু রবীন্দ্র ভারতীর ছাত্রী, তাই এই চরিত্রে অপু বিশ্বাসকে কতটুকু গ্রহণ করবে দর্শকরা।

এ প্রশ্নের জবাবে রফিক শিকদার বলেন, ছাত্রী হলেও নায়ক-নায়িকাকে দেখানো হবে এমফিল-এর শিক্ষার্থী হিসেবে। সুতরাং বয়স এখানে বাধা হবে না। তাছাড়া শুটিং শুরু হতে এখনো প্রায় মাস দেড়েক সময় লাগবে। এ কারণে আশা করি- এই সময়টার মধ্যে অপুর বিশ্বাসের শারীরিক ফিটনেসের আরো উন্নতি ঘটবে বলে আমি মনে করি।