English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:৫৪

স্বর্ণমানব জনপ্রিয় হওয়ার কারণ কী?

অনলাইন ডেস্ক
স্বর্ণমানব জনপ্রিয় হওয়ার কারণ কী?

গত ২৬ জানুয়ারি মুক্তি পায় মোশাররফ করিম অভিনীত ‘স্বর্ণমানব’। জনপ্রিয় এ অভিনেতার নতুন এ টেলিছবির চিত্রনাট্য লিখেছেন মাসুম শাহরিয়ার। পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। এতে স্বর্ণমানব চরিত্রে দেখা গেছে ছোট পর্দার এ তারকাকে।

ইউটিউবে মুক্তি পাওয়ার ১৬ তম দিনেই ২০ লাখের বেশিবার দেখা হয়েছে টেলিছবিটি। এতো অল্প সময়ে এতো বেশি ভিউয়ার্স নাটক বা টেলিছবির ক্ষেত্রে বিরল!

মোশাররফ করিম অভিনীত স্বর্ণমানব টেলিছবিটি এতো জনপ্রিয় হওয়ার কারণ কী? এমন প্রশ্নের উত্তর দিয়েছেন নির্মাতা আবু হায়াৎ মাহমুদ নিজেই। তার মতে, টেলিছবিটি দর্শকের অতি পরিচিত বিষয়কে কেন্দ্র করে। খবরের কাগজে স্বর্ণ চোরাকারবারির কথা শুনে শুনে মানুষ অভ্যস্ত। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত টেলিছবির গল্প যে কাউকে ছুঁয়ে যাবে। এবং হচ্ছেও তাই।

উল্লেখ্য, জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে গেলেও সেখান থেকে খালি হাতে দেশে ফেরেন মোশাররফ করিম। দেশে ধারদেনার কারণে নিঃস্ব হয়ে পড়েন তিনি। এরমধ্যে মেহজাবীনের সঙ্গে তার বিয়ের কথা পাকাপাকি, তাই চাই অনেক টাকা। জড়িয়ে পড়েন স্বর্ণ চোরাকারবারি দলের সঙ্গে।

এরপর কাস্টমস গোয়েন্দার নজরদারিতে ধরা পড়েন। তবে শরীরে বিশেষভাবে বহন করায় তা উদ্ধারে চলে নাটকীয়তা। বাস্তব নয় এটা এই সময়ের আলোচিত টেলিছবি ‘স্বর্ণমানব’ এর কাহিনী। ইউটিউবে দেয়ার মাত্র দুই সপ্তাহেই এখন পর্যন্ত টেলিছবিটি দেখা হয়েছে ২০ লাখের চেয়ে বেশিবার।