English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৮ ১২:১১

সাংবাদিকতায় নাম লেখালেন মিম

অনলাইন ডেস্ক
সাংবাদিকতায় নাম লেখালেন মিম

গল্পের প্রয়োজনে বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রে পর্দায় দেখা যায় তারকাদের। এবার সেই গল্পের প্রয়োজনে অভিনেত্রী মিমকে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে। ২০১৬ সালে বিদ্যা সিনহা মিম ও কলকাতার অভিনেতা ওম একসঙ্গে ‘পাষাণ’ ছবির কাজ শুরু করেন। এরপর মাঝে কিছুটা সময় কাজ বন্ধ হয়ে থাকলেও গত বছর কাজ শেষ করেন ‘পাষাণ’ ছবির পরিচালক সৈকত নাসির। এ ছবিতে মিম সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন মিম।

মিম বলেন, ছবির কাজটি বেশ ভালো হয়েছে। এখানে আমাকে একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তবে চরিত্রটি বেশ মজার। ছবিটি দর্শক পছন্দ করবে বলে আশা করছি। রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন করা হয়। এর সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ। এ ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শিমুল খান, সাব্বির ও বিপাশা কবির।
এ ছবির পরিচালক সৈকত নাসির বলেন, এ ছবিটি সেন্সরে এরইমধ্যে জমা দেওয়া হয়েছে। আর ছবির প্রথম পোস্টারও প্রকাশ পেয়েছে। মিম একজন টিভি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন। আর পাষাণ নামটির মূলত অভিনেতা ওমের জন্য। ছবির কাজ শেষ করার পর সেন্সরে জমা দেয়া হয়েছে। এবার প্রযোজনা প্রতিষ্ঠানের সিদ্ধান্তে এ ছবিটি হয়তো সামনে মুক্তি পাবে।

 

v