English Version
আপডেট : ১৭ জানুয়ারি, ২০১৮ ১১:২৪

কলকাতায় ‘জার্নালিস্টস অ্যাওয়ার্ড’ পেয়ে উচ্ছ্বসিত জয়া

অনলাইন ডেস্ক
কলকাতায় ‘জার্নালিস্টস অ্যাওয়ার্ড’ পেয়ে উচ্ছ্বসিত জয়া

চলচ্চিত্র ‘বিসর্জন’ এর জন্য গেল বছর ডিসেম্বরেই সম্মানজনক জি সিনে অ্যাওয়ার্ড পেয়েছিলেন জয়া আহসান। মাস না যেতেই চলচ্চিত্রটির জন্য ফের সেরা অভিনেত্রীর পুরস্কার উঠলো তার হাতে। সোমবার পশ্চিমবঙ্গের সাংবাদিক সমিতির পক্ষ থেকে ‘বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাওয়ার্ড’ পেলেন এই অভিনেত্রী।

কলকাতার প্রিয়া সিনেমা হলে ‘বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান আয়োজন করা হয়। জয়ার হাতে পুরস্কার তুলে দেন প্রসেনজিৎ। ভারতের পশ্চিমবঙ্গের সাংবাদিক সমিতি আয়োজিত এই অনুষ্ঠানে জয়া অভিনীত ‘বিসর্জন’ চলচ্চিত্রটি আরো তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় জয়া বললেন, একটি পুরস্কার নিছক স্বীকৃতি বা অর্জন নয়, আমার জন্য এটি আরও ভালো এবং স্মরণীয় চরিত্রে কাজ করার একটি অনুপ্রেরণা। যা আমার দর্শকরা ভালোবাসবেন। আমি উচ্ছ্বসিত ও সম্মানিত বোধ করছি। ধন্যবাদ আয়োজকদের এমন সম্মান দেওয়ার জন্য।

পুরস্কার গ্রহণ শেষে জয়া চলে যান মুর্শিদাবাদে। সেখানে সৃজিত মুখার্জির নতুন সিনেমা ‘এক যে ছিল রাজা’র শুটিং করবেন। ছবিটিতে আরো অভিনয় করছেন যিশু, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ।

এদিকে ১৬তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বুধবার (১৭ জানুয়ারি) শাহবাগের পাবলিক লাইব্রেরির মূল মিলনায়তনে বিকেল সাড়ে ৫টা থেকে প্রদর্শিত হবে জয়া আহসান অভিনীত চলচ্চিত্র ‘খাঁচা’।

১৯৪৭ সালের দেশভাগের পটভূমিতে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন আকরাম খান। হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে।

জয়া বলেন, বারবার দেশত্যাগের চেষ্টা করছে একটি পরিবার। কিন্তু বারবারই কোনো না কোনো বাধার সম্মুখীন হয় তারা। এই টানাপড়েন নিয়েই ‘খাঁচা’র গল্প। আমার অন্যতম একটি প্রিয় চলচ্চিত্র খাঁচা। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাই।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বেঙ্গলি ফিল্ম অ্যাওয়ার্ডে সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেত্রীর পুরস্কারে ভূষিত হন জয়া। ভারতের ৬৪তম জাতীয় পুরস্কারেও বাংলা ভাষায় সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় ছবিটি।