English Version
আপডেট : ১০ জানুয়ারি, ২০১৮ ১৪:৪০

‘আমরাও বিয়ের সাধ জন্মেছে’

অনলাইন ডেস্ক
‘আমরাও বিয়ের সাধ জন্মেছে’

শীত মানেই বিয়ের মৌসুম। চারদিকে চলছে বিয়ের ধুম। সেদিক থেকে পিছিয়ে নেই বলিউড তারকারাও। এরই মধ্যে অভিনেত্রী আনুশকা শর্মা জমকালো আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন হার্টথ্রব ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে। সেই বিয়ের রেশ কাটতে না কাটতেই শোনা যাচ্ছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও খুব শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। এর বাইরে আরও কয়েকজন বলিউড তারকাও এ মৌসুমেই বিয়ের প্রস্তুতি নিয়ে রেখেছেন।
আর এসব দেখে নাকি বিয়ে করবার সাধ জেগেছে কাটরিনা কাইফেরও।

আর বিষয়টি তিনি খোদ জানিয়েছেন। বিয়ের পোশাক পরারও নাকি তার খুব শখ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাটরিনা কাইফ বলেন, সত্যি বলতে চারদিকে যেই বিয়ের ধুম দেখছি, তাতে আমারও বিয়ের সাধ জন্মেছে। বিয়ের পোশাকে নিজেকে কল্পনাও করে ফেলেছি। বিয়ের পোশাক পরার খুব শখ আমার। সৃষ্টিকর্তাই জানেন কবে বিয়ে লিখা আছে আমার কপালে।

কাটরিনা আরও বলেন, বিরাট ও আনুশকার জুটি এখন পর্যন্ত সেরা জুটি হিসেবে মনে হয় আমার। তাদের জন্য অনেক শুভকামনা রইলো। এখন কার পালা সেটা দেখার অপেক্ষায় আছি।