English Version
আপডেট : ১৪ ডিসেম্বর, ২০১৭ ১৮:৫৮

বিয়ের পর যেভাবে ১০০০ কোটির মালিক হচ্ছেন বিরুশকা!

অনলাইন ডেস্ক
বিয়ের পর যেভাবে ১০০০ কোটির মালিক হচ্ছেন বিরুশকা!

বর্তমানে পৃথকভাবে বিরাট কোহলি ও অানুশকা শর্মার সম্পত্তির পরিমাণ প্রায় ৩৮২ কোটি ও ২২০ কোটি। বর্তমানে প্রায় ২৮টি পণ্যের বিজ্ঞাপনে বিরুশকা জুটিকে দেখা যায়।

রাজপুত্র-রাজকন্যার রূপকথার বিয়ে। মুখে মুখে ঘুরছে সেই বিয়ের কথা। বিয়ের দুদিন বাদেও কাটছে না মায়াজালের ঘোর। বিরাট-অানুশকার বিয়ের শেষ মুহূর্ত অবধি ছিল চূড়ান্ত গোপনীয়তা। কাকপক্ষীতেও টের পায়নি কিচ্ছুটি। সোমবার রাতে সোশ্যাল মিডিয়াতেই প্রথম বিয়ের সুখবর ঘোষণা করেন নবদম্পতি। তারপর থেকেই ‘টক অফ দ্য নেশন’ এ কাপল।

একদিকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। অন্যদিকে তাঁর অভিনেত্রী-প্রযোজক স্ত্রী অনুশকা শর্মা। বিজ্ঞাপন জগতে আগে থেকেই ‘হট কাপল’ ছিলেন তারা। এবার তাঁরা ‘পাওয়ার কাপল’ হতে চলছেন। এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। যার ফলে আগামী ২ বছরে আরও বাড়তে চলেছে ‘বিরুশকা’র ব্র্যান্ড ভ্যালু।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে এ জুটির মোট সম্পত্তির পরিমাণ ৬০০ কোটি। আগামী ২ বছরের মধ্যে সেই সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি ছাড়াবে বলেই স্থির বিশ্বাস তাঁদের। দুজনেই নিজের নিজের কাজের দুনিয়ায় সুপ্রতিষ্ঠিত। সেই সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্ক এবং বর্তমানের বৈবাহিক বন্ধন বিরুশকা ব্র্যান্ডের দাম আরও বাড়িয়ে তুলবে বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। গৃহঋণ, গাড়ি, বিমা প্রভৃতি বিজ্ঞাপনে এবার এই জুটিকে দেখা যাবে বলে মনে করছেন তাঁরা। বর্তমানে প্রায় ২৮টি পণ্যের বিজ্ঞাপনে এ জুটিকে দেখা যায়। এবার সেই সংখ্যা আরও বাড়বে।

বিরাটের সম্পত্তির মধ্যে রয়েছে ম্যাচ ফি, আইপিএল থেকে প্রাপ্ত বেতন ও বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকে আয়। অন্যদিকে অানুশকার ক্ষেত্রে আয়ের মূল উৎস ছবির পারিশ্রমিক, বিজ্ঞাপন। সেইসঙ্গে রিয়েল এস্টেটেও কিছু লগ্নি রয়েছে এই বলি সুন্দরীর।