English Version
আপডেট : ২৪ অক্টোবর, ২০১৭ ১১:০৬

‘শারীরিক সম্পর্ক না করেও ভালো থাকা যায়’

অনলাইন ডেস্ক
‘শারীরিক সম্পর্ক না করেও ভালো থাকা যায়’

কলকাতার আলোচিত-সমালোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী।স্বামী সুমনকে নিয়ে কথা বলে আবারো তিনি আলোচনায় আসলেন।সম্প্রতি এক সাক্ষাতকারে স্বামী সুমনের সঙ্গে তার দাম্পত্য কহল নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে শুধু শারীরিক সম্পর্ক থাকলেই তারা ভালো থাকে না, এর বাইরেও মানুষ ভালো থাকতে পারে।

স্বস্তিকা বলেন, ‘কাউকে কখনোই বলতে শুনলাম না যে আমরা ভালো আছি। বরং সব সময় শুনতে হয়, এতদিন কিভাবে সংসার করছেন? শুধু শারীরিক সম্পর্কের জন্য আছেন নাকি টাকার জন্য? কিন্তু শারীরিক সম্পর্কের বাইরেও যে মানুষ ভালো থাকতে পারে এটা কেউ বিশ্বাস করে না। শুধু মিডিয়া বা ইন্ডাস্ট্রির প্রেক্ষিতে বলছি না। সাধারণ মানুষের মধ্যেও রয়েছে এই জিনিসটা।

স্বামী সুমনের সঙ্গে সম্পর্কের ব্যাপারে স্বস্তিকা বলেন, ‘আমি আর সুমন একসঙ্গে আছি না নেই, তার চর্চাটা চলছে, চলুক। লোকে যা ইচ্ছে ভাবুক। আমি কিছুই বলব না। আগে এসব কথায় খুব রেগেমেগে উত্তর দিতাম। এখন আর দেই না। যারা যেটা ভেবে আনন্দ পায়, সেটাই ভাবুক।

টেলিভিশন ধারাবাহিক ‘দেবদাসী’-তে অভিনয়ের মাধ্যমে শোবিজে পদার্পণ স্বস্তিকার। ২০০৩ সালে উর্মী চক্রবর্তী পরিচালিত ‘হেমন্তের পাখি’ ছবির মাধ্যমে প্রবেশ করেন বড় পর্দায়। ওই একই বছর তিনি প্রথম প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পান রবি কিনাগী পরিচালিত ‘মাস্তান’ ছবিতে।