English Version
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৪০

সমস্যায় পড়ছেন অভিনেত্রী মেহজাবিন

অনলাইন ডেস্ক
সমস্যায় পড়ছেন অভিনেত্রী মেহজাবিন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। একক নাটক ও টেলিছবিগুলোতেই তাকে দেখতে পাওয়া যায়। অভিনেত্রী মেহেজাবিন চৌধুরীর নামের বানান ইংরেজিতে MEHAZABIEN। সমস্যা হচ্ছে, অনেকে তার নামের বানান ভুল করায় তিনি তার অভিনীত কাজগুলো গুগল কিংবা ইউটিউবে খোঁজ করে পান না। তাই তার নিজের নামের বানানটি ঠিক করে লিখতে অনুরোধ জানিয়ে তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন-

প্রিয় বন্ধু, সহকর্মী ও রিপোর্টার্স এনং ভক্তবৃন্দ,

আমার নামের বানান MEHAZABIEN। ভুল বানানের কারণে গুগল করলে অথবা ইউটিউবে সার্চ করলে আমি আমার কাজ খুঁজে পাই না। দয়া করে বানান ঠিক লিখলে আমাদের সবার জন্য সুবিধা হবে।
ধন্যবাদ।