English Version
আপডেট : ১৭ আগস্ট, ২০১৭ ০৩:২৯

দুই পর্দায় সমানতালে, অভিনেত্রী তিশা

অনলাইন ডেস্ক
দুই পর্দায় সমানতালে, অভিনেত্রী তিশা

 

দুই পর্দায় সমানতালে দাপিয়ে বেড়াচ্ছেন গুণী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আসছে ঈদ উপলক্ষে একাধিক খ- নাটক, টেলিছবি ও ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- 'নবাবের প্রেম', 'মৃদুমন্দ ভালোবাসা', 'একটি নিষিদ্ধ ভালোবাসার গল্প-২' ইত্যাদি। 

সাগর জাহানের পরিচালনায় 'নবাবের প্রেম' শীর্ষক নাটকে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানের বিপরীতে তিশাকে অভিনয় করতে দেখা যাবে। এর আগে একই নির্মাতার সিরিজ নাটক 'আরমান ভাই'-এ জুটি বেঁধে হাজির হচ্ছেন জাহিদ-তিশা।

 

তারাই ধারাবাহিকতায় 'নবাবের প্রেম' শীর্ষক একটি সাত পর্বের ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তারা। এতে নবাবের ভূমিকায় থাকছেন জাহিদ হাসান। আর তার প্রেমিকা ও বউয়ের চরিত্রে রূপদান করছেন তিশা।

এ প্রসঙ্গে তিশা জানান, এর আগে জাহিদ ভাইয়ের সঙ্গে সাগর জাহানের 'আরমান ভাই' সিরিজ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছিলাম। সেই কমেডিধর্মী সিরিজ নাটকটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। এবার 'নবাবের প্রেম' নাটকেও হাস্যরস প্রাধান্য পেয়েছে। নাটকটি কোরবানির ঈদের সাত দিন এনটিভিতে প্রচার হবে বলে জানা গেছে।

এদিকে, 'মৃদুমন্দ ভালোবাসা' নাটকে তিশার সঙ্গে জুটি হয়েছেন আব্দুন নূর সজল। সোমেশ্বর অলির রচনায় নাটকটি নির্মাণ করেছেন তপু খান। কমল চরিত্রটি রূপায়ন করেছেন সজল। আর শায়লা চরিত্রে দেখা যাবে তিশাকে। 

নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা তপু খান বলেন, 'ভালোবেসে বিয়ে করেন তিশা-সজল। পেশাগত জীবনে সফল করপোরেট ব্যক্তিত্ব সজল। তাদের কোনো সন্তান নেই। সজল অফিস নিয়ে ব্যস্ত থাকেন। আর তিশা সংসার সামলান। তবে সজল সময় না দিতে পারায় তিশা বেশ একা বোধ করেন। ধরাবাঁধা জীবনের বাইরে বের হতে পারেন না তারা। এ জন্য গল্পে তাদের সম্পর্কে একটা টানাপোড়েন দেখা যায়। এমন নানারকম ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে নাটকের কাহিনী।'

 

ঢাকার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। নাটকটি প্রযোজনা করেছেন সাবি্বর চৌধুরী ও রাসেল আলম। ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙায় নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা। এ ছাড়া সম্প্রতি তিশা 'একটি নিষিদ্ধ ভালোবাসার গল্প-২' নাটকের শুটিং শেষ করেছেন। এটি পরিচালনা করেছেন জেএস মিঠু। এতে তিশার সঙ্গে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। এ প্রসঙ্গে তিশা বলেন, 'রিয়াজ ভাই অনেক গুণী অভিনেতা। তার সঙ্গে কাজ করা মানেই ভালো কিছু। নাটকটির গল্পও চমৎকার। দর্শকদের পূর্ণ বিনোদন দেবে বলে আমার বিশ্বাস। আসছে ঈদে নাটকটি একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।'

অন্যদিকে, ছোটপর্দার পাশাপাশি দীর্ঘ ১৪ বছরের ক্যারিয়ারে এখন পর্যন্ত আটটি ছবিতে অভিনয় করেছেন তিশা। প্রতিটি ছবি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সম্প্রতি 'ভাইজান' শীর্ষক একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিশা। এতে তার বিপরীতে অভিনয় করবেন মডেল-অভিনেতা আরেফিন শুভ।

কলকাতার রাজা চন্দ পরিচালিত 'ভাইজান' ছবিতে দ্বিতীয়বারের মতো একসঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তারা। এর আগে 'অস্তিত্ব' দিয়ে বড়পর্দায় রসায়ন জমিয়েছিলেন এই জুটি।

  আগামী ২০ আগস্ট 'ভাইজান'-এর ক্যামেরা চালু হওয়ার কথা ছিল। কিন্তু হুট করেই পিছিয়ে গেল শুটিং। জানা গেছে, সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুরু হবে 'ভাইজান'। মূলত ঢালিউডের সাম্প্রতিক পরিস্থিতির কারণে সিনেমাটি পিছিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন প্রযোজক। এমনটা জানিয়েছেন প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। 

তিনি আরও জানান, সাময়িকভাবে বিঘ্ন ঘটলেও শিগগিরই ক্যামেরার সামনে দাঁড়াবেন তিশা-শুভ। এ ছাড়া তিশা অভিনীত 'ডুব' ছবিটি ৩ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে।