English Version
আপডেট : ১৫ আগস্ট, ২০১৭ ২৩:৫০

এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানসিকতার বদল প্রয়োজন : প্রিয়াংকা

এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানসিকতার বদল প্রয়োজন : প্রিয়াংকা

 

‘এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানসিকতার বদল প্রয়োজন। মনের দিক থেকে ‘ইয়ং’ এবং ‘ফ্রি’ থাকলেই লড়াই করা সম্ভব।’

সম্প্রতি নিজের লেখা গানে ও কণ্ঠে একক অ্যালবাম প্রকাশ করে এমন মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।

 

জীবনের এক অচেনা সময়ে অ্যালবামের গানগুলো লিখেছিলেন তিনি। এক দিকে চলছে ‘ইজ নট ইট রোম্যান্টিক’ নামে হলিউড ছবির কাজ। এরই মধ্যে অ্যালবাম প্রকাশ, তাই ব্যস্ততা একটু বেশি ‘জংলি বিল্লি’ প্রিয়াংকা চোপড়ার।

 

অস্ট্রেলিয়ান ডিজে উইল স্পার্কস এর সঙ্গে যৌথ উদ্যোগে অ্যালবাম প্রকাশ করে টুইট করেন প্রিয়াঙ্কা।

 

আব্রাহামের সঙ্গে ২০০৫ সালে ‘করম’ ছবিতে ‘তিনকা তিনকা’ গানটি গাইতে অস্বীকার করেছিলেন প্রিয়াংকা চোপড়া। গানের প্রতি ঝোঁক থাকায় যুক্তরাষ্ট্রে সেই সাধ মিটেছে ২০১২ সালে। ‘ইন মাই সিটি’ নামে সিঙ্গল অ্যালবাম মুক্তি পাওয়ার পর গানেও বেশ নাম কামান এই অভিনেত্রী।

 

তখন গানের সিডি বিক্রিতেও হালের গায়ক-গায়িকাদের রীতিমতো টক্কর দিয়েছেন প্রিয়াংকা। দ্বিতীয় অ্যালবাম ‘এক্সোটিক’ প্রকাশের পর আরও বেশি আলোচিত গানের জগতে প্রিয়াংকা। সূত্র: দ্য ইকোনমিক টাইমস