English Version
আপডেট : ২২ মার্চ, ২০১৭ ১০:৫২

ফুলচাষীর মেয়ে আঁচল

অনলাইন ডেস্ক
ফুলচাষীর মেয়ে আঁচল

ঢাকাই ফিল্ম পাড়ার আলোচিত নায়িকা আঁচল আঁখি। ক্যারিয়ারের শুরু থেকেই অসংখ্য জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন দর্শকদের। আগামী ২৪ মার্চ, শুক্রবার মুক্তি পাচ্ছে ‘সুলতানা বিবিয়ানা’ ছবি। হিমেল আশরাফ পরিচালিত এ ছবির মাধ্যমে অষ্টমবারের মতো চিত্রনায়ক বাপ্পীর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন আচঁল। আজ মুঠোফোনে আলাপ হলো এ নায়িকার সাথে। আলাপের চুম্বক অংশটুকু বিডি২৪লাইভ পাঠকদের জন্য তুলে ধরা হলো-

: ‘সুলতানা বিবিয়ানা’ সম্পর্কে বলুন- : সম্পূর্ণ মৌলিক গল্পের ছবি। গ্রামীণ নিটোল প্রেম কাহিনি উঠে আসবে ছবিতে। এ ধরণের গল্পের ছবি এখন খুব একটা হয়না। সবাই মিলে চেষ্টা করেছি একটা ভালো কাজ করার।

: ছবিতে আপনার চরিত্রটি নিয়ে বলুন- : গল্পে আমার চরিত্রের নাম ‘সোনালী’। শান্ত প্রকৃতির একটি মেয়ে আমি। ছবিটি দর্শক আমাকে পাবে একজন ফুল চাষীর মেয়ে হিসেবে। আপাতত আর কিছু বলব না। হা হা হা।

: ছবিটি নিয়ে আপনি কতটুকু আশাবাদী? : আমি খুব আশাবাদী ও চিন্তিত। প্রায় নয় মাস পর দর্শকদের সামনে আসছি, তাই আশা-প্রত্যাশা একটু বেশি। আর ‘সুলতানা বিবিয়ানা’ নিয়ে সবার মাঝে একটা আগ্রহ ছবির শুরু থেকেই দেখা গেছে। সব মিলিয়েই আমার প্রত্যাশাও বেড়ে গেছে।

: প্রায় ৯ মাস পর পর্দায় ফিরছেন, সেটি আবার চিত্রনায়ক বাপ্পীর সাথে- : আচঁল-বাপ্পী জুটির অষ্টম ছবি এটি। সহশিল্পী হিসেবে বাপ্পী খুব ভালো। আমাদের দু'জনের বোঝাপড়াটাও দারুণ। আমরা যথেষ্ট চেষ্টা করেছি ভালো কাজ করার। আমাদের আগের ছবিগুলো থেকে ভিন্নরকম রসায়ন দেখতে পাবেন দর্শকেরা এ ছবিতে।

: আপনি নাকি টেলিভিশন আর ফটোশুটে অংশ নেয়া থেকে বিরত আছেন? : হা হা হা। আপাতত, প্রায় নয় মাস বিরতিতে ছিলাম। তখন ফ্যামিলি সবার সাথে দেখা, সাক্ষাত, খাওয়া-দাওয়া খুব বেশি হয়ে গিয়েছিল। তাই একটু ওজন বেড়ে গিয়েছিল। এখন ওজন কমাতে মনোযোগ দিয়েছি। তাই আপাতত টেলিভিশন সাক্ষাৎকার বা ফটোশুটে অংশ নিচ্ছি না।

: বর্তমান ব্যস্ততা কি নিয়ে? : তারেক শিকদারের ‘দাগ’ ছবিটির কাজ প্রায় শেষ, দুইটি মাত্র গানের শুটিং বাকি। এপ্রিলে গানের শুটিং। গুণী নির্মাতা ছটকু আহমেদ পরিচালিত ‘এক কোটি টাকা’ছবিরও অর্ধেক শুটিং শেষ হয়েছে।