English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৭ ২০:০২

যে ছবির গল্প প্রেরণা জোগায়

নিজস্ব প্রতিবেদক
যে ছবির গল্প প্রেরণা জোগায়

বিনোদন ডেস্ক: আশ্চর্য লাগলেও সত্যি। বলিউড ইন্ডাস্ট্রিতে পারিশ্রমিকের হিসেব যেখানে হয় কোটির ঘরে। সেখানে বলিউডেরই একজন পারিশ্রমিক নিলেন মাত্র এক টাকা? বিশ্বাস হয় না! শুনে বিস্মিত হলেও কিছু করার নেই। এমনটাই ঘটেছে তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির ক্ষেত্রে। 

ছবির প্রযোজক জানিয়ে দিলেন, এমন অভিনেতারাই প্রমাণ করেন, পেশাদারিত্ব নয়, প্যাশনটাই আসল ব্যাপার।

সম্প্রতি মুক্তি পেয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকির ছবি ‘হারামখোর’। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে প্রেম নিয়ে বানানো ছবিটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। সেন্সর বোর্ড আটকেও দিয়েছিল ছবিটিকে। শেষ পর্যন্ত অবশ্য মুক্তি পেয়েছে শিক্ষক-ছাত্রীর এই গল্প। এই ছবির জন্য কোনো পারিশ্রমিক নেননি নওয়াজ। শুধু ‘টোকেন মানি’ হিসেবে এক টাকা নেন তিনি। 

ছবির প্রযোজক গুনিত মোংগা বলেন, শুরুতেই নওয়াজের এই সিনেমার চিত্রনাট্য বেশ পছন্দ হয়েছিল। তাই এই পারিশ্রমিকেই কাজ শুরু করেন তিনি। আসলে এই সিনেমায় একটা প্যাশন কাজ করেছিল। এটা তিনি বুঝতে পেরেছিলেন।  নওয়াজউদ্দিনের মতো অভিনেতারাই প্রমাণ করেন, পেশাদারিত্বের থেকে প্যাশনই বড়। ‘হারামখোর’ ছবিতে নওয়াজের সঙ্গে অভিনয় করেছেন শ্বেতা ত্রিপাঠি। পরিচালনা করেছেন শ্লোক শর্মা।