English Version
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০১৭ ১৪:০৮

প্রাথমিকে শীর্ষে বরিশাল, পিছিয়ে সিলেট

অনলাইন ডেস্ক
প্রাথমিকে শীর্ষে বরিশাল, পিছিয়ে সিলেট

এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরিক্ষায় পাসের হারে এগিয়ে রয়েছে বরিশাল বিভাগ।  বরিশালে পাসের হার ৯৬ দশমিক ২২ শতাংশ অন্যদিকে ৯১ দশমিক ৪৬ শতাংশ পাসের হার নিয়ে পিছিয়ে রয়েছে সিলেট বিভাগ। 

এছাড়া জেলা বিবেচনায় প্রথম হয়েছে গোপালগঞ্জ, এ জেলার পাসের হার ৯৯ দশমিক ৩৯ শতাংশ।  অন্যদিকে ৮৭ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করায় ঝালকাঠি এবং ৫০৮ উপজেলার মধ্যে ৭১ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করায় যশোর জেলার কেশবপুর উপজেলা রয়েছে সবার নিচে। 

উল্লেখ্য,  শনিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এবছরের প্রাথমিক শিক্ষা সমাপনি ও ইতেদায়ি শিক্ষা সমাপনি পরিক্ষার ফলাফল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।  প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় পাসের হার ৯৫.১৮ শতাংশ।  দুপুরে সংবাদ সম্মেলনের পর ফলাফলের বিস্তারিত জানা যাবে।