English Version
আপডেট : ৬ মার্চ, ২০১৭ ১৩:২৭

ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

অনলাইন ডেস্ক
ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার

অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করেছেন দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। সোমবার স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ৪ ইন্টার্নি চিকিৎসকের শাস্তি প্রত্যাহারের আশ্বাসের পরে তারা এ সিদ্ধান্ত নেন। গত ১৯ ফেব্রুয়ারি বগুড়ার ওই হাসপাতালে রোগীকে মারধর ও কানধরে উঠবস করার ঘটনা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশে ২৫ ফেব্রুয়ারি বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি পাঠানো হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের পর বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের চার ইন্টার্ন চিকিৎসকের ইর্ন্টানশিপ ছ’মাসের জন্য স্থগিত করা হয়। শাস্তি পাওয়া চার ইন্টার্ন চিকিৎসকের ন’মাসের ইন্টার্ন মেয়াদের মধ্যে ছ’মাসই শেষ হয়ে গেছে। দ্বিতীয় শাস্তি হিসেবে ছ’মাসের স্থগিতাদেশ শেষে বাকি তিন মাস অন্য কোন মেডিক্যাল কলেজে ইন্টার্নি শেষ করতে হবে। এর প্রতিবাদ হিসেবেই বগুড়ার ইন্টার্ন চিকিৎসকরা ৭২ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করেন। পরে বিভিন্ন জেলা-উপজেলার অন্যান্য মেডিক্যাল কলেজের ইন্টার্ন চিকিৎসকরাও তাদের প্রতিবাদে সংহতি প্রকাশ করেন। ইন্টার্ন চিকিৎসকদের দাবি ছিল, ওই চার চিকিৎসকের শাস্তি প্রত্যাহার করতে হবে এবং ইন্টার্ন চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে।