English Version
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:৪৮

রাবি: উপাচার্যের বাসভবন ঘেরাও করে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করল আ.লীগ

নাজমুস সাকিব, রাজশাহী প্রতিনিধি:
রাবি: উপাচার্যের বাসভবন ঘেরাও করে নিয়োগ পরীক্ষা ভণ্ডুল করল আ.লীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের বাসভবন ঘেরাও করে নিয়োগ পরীক্ষা  ভণ্ডুল করে দিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা। সোমবার বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত বাসভবনের  সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। ফলে বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের একজন কর্মকর্তা পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয় নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল ৪টায় ভিসির বাসভবনে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে এমন খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের  নেতাকর্মীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। পরিবহণ মার্কেটের সামনে   থেকে মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিনের নেতৃত্বে

মিছিলটি ভিসির বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেয়। তারা দলীয় নেতাকর্মীদের  করির দাবিতে সেখানে বিক্ষোভ করতে থাকে। এসময় উপাচার্য ভেতরে অবস্থান   করছিলেন। পরে সেখানে প্রার্থীরা আসলে পরীক্ষা হবে না জানিয়ে তাদেরকে চলে  যাওয়ার নির্দেশ দেন সরকারদলীয় নেতাকর্মীরা।

জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘বহিরাগতরা   এসে এখানে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের  কমিউনিটির সদস্যদের মদদ ছাড়া এটা কোনোভাবে সম্ভব ছিল না। বিশ্ববিদ্যালয়ের  কারা তাদের মদদ দিচ্ছে, তা এখন দেখার বিষয়। পরবর্তীতে পরিবেশ-পরিস্থিতি

বুঝে পুনরায় নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণ করা হবে।’