English Version
আপডেট : ৫ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৫২

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে নেই ৮৯০৪ জন, বহিষ্কার ৮২

নিজস্ব প্রতিবেদক
এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে নেই ৮৯০৪ জন, বহিষ্কার ৮২

ঢাকা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিতির পরীক্ষার্থী ৮ হাজার ৯০৪ জন। বহিষ্কার করা হয়েছে ৮২ জনকে। 

রবিবার এসএসসির সাধারণ ৮ বোর্ডের বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্রে পরীক্ষা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব অনুষ্ঠিত হয়।   পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, ঢাকা বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থীর  সংখ্যা ছিল সবচেয়ে বেশি। এ বোর্ডে এক হাজার ১৭০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। নকলের জন্য বহিষ্কার করা হয় ৮ জনকে। অপরদিকে কুমিল্লা বোর্ডেও অনুপস্থিত ৭১৬ জন, এছাড়া বহিষ্কার করা হয়েছে ৫জনকে। যশোর বোর্ডে ৪৪২ জন শিক্ষার্তী অনুপস্থিত, রাজশাহী বোর্ডে অনুপস্থিতি ৪৩৫ জন, দিনাজপুর বোর্ডে ৩৮৬, চট্টগ্রাম বোর্ডে ৩৪৮ জন, বরিশাল বোর্ডে ৩০৯ জন, বহিষ্কার সাতজন এবং সিলেট বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ২৭০ জন, বহিষ্কার নেই।

এছাড়া মাদ্ররাসা বোর্ডে ৩ হাজার ৬৭২ জন। আর বহিষ্কার ৩২ জন শিক্ষার্থী। এছাড়া কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিল ৫৬ শিক্ষার্থী। বহিষ্কৃত ২৭ জন।