English Version
আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৩৮

রুয়েটে রক্ত ঢেলে আন্দোলন, অবরুদ্ধ ভিসিসহ কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক
রুয়েটে রক্ত ঢেলে আন্দোলন, অবরুদ্ধ ভিসিসহ কর্মকর্তারা
রুয়েটে শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক : ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০১৪ ও ২০১৫ সিরিজের শিক্ষার্থীরা ভিসিসহ প্রশসানিক কর্তাব্যক্তিদের অবরুদ্ধ করে আন্দোলন করছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর থেকে ভিসির কার্যলয়ের সামনে অবস্থান নিয়ে এখন পর্যন্ত আন্দোলন করছে তারা।

এর আগে দুপুরে প্রশাসন ভবনের সামনে দুই শতাধিক শিক্ষার্থী সিরিঞ্জের মাধ্যমে নিজেদের শরীরের রক্ত ঢেলে প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। এদিকে প্রশাসন প্রথম থেকে তাদেরকে দাবিকে অযৌক্তিক বলে আসছে।

এ ব্যাপারে রুয়েট ভিসি প্রেফেসর ড. রফিকুল আলম বেগ বলেন, ‘শিক্ষার্থীরা আমাদেরকে অবরুদ্ধ করে রেখেছে। তাদের সাথে আবার আলোচনায় বসতে চাইলেও তারা রাজি হচ্ছে না।’