English Version
আপডেট : ৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০৬:৪৪

প্রথম দিনে চালু হয়নি অর্ধশত স্টল

অনলাইন ডেস্ক
প্রথম দিনে চালু হয়নি অর্ধশত স্টল

দুপুর গড়িয়ে নামল বিকাল। ততক্ষণে হাজার হাজার মানুষ অপেক্ষা করছে কখন খুলবে প্রাণের গ্রন্থমেলার দ্বার। বিকাল ৫টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী মেলা উদ্বোধন শেষে বেরিয়ে গেলে, অপেক্ষমাণ মানুষেরা মেলায় প্রবেশ করেন।

মেলার শুরুর দিনেই লেখক-প্রকাশক-পাঠকদের সবার মধ্যে লক্ষ্য করা গেছে উচ্ছ্বাস আর আনন্দ। তবে প্রথম দিনে মেলায় ঘুরে নানা অসঙ্গতি পরিলক্ষিত হয়েছে। এখনও চালু হয়নি প্রায় অর্ধশত প্রকাশনা সংস্থার স্টল। পাশাপাশি প্রাঙ্গণ জুড়ে দেখা গেছে আবর্জনা। এসব আজকের মধ্যে ঠিক হবে বলে জানিয়েছেন মেলার আয়োজকরা। তবে এর মধ্যেই স্বস্তির বার্তা শোনা গেল।

প্রকাশকরা বলছেন, অন্য যে কোনো বারের চেয়ে এবারে মেলার স্টল বিন্যাস সুন্দর হয়েছে। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মাজহারুল ইসলাম বলেন, এত অপরিচ্ছন্নভাবে মেলা শুরু হতে কখনও দেখিনি। চরম অব্যবস্থপনার মধ্য দিয়ে মেলা শুরু হয়েছে।

মেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ বলেন, অস্বীকার করছি না যে, মেলা অগোছালো রয়েছে। অনেকেই শেষ মুহূর্তে স্টল গোছাতে পারেননি। এসব বিষয় আমাদের নজরে পড়েছে, আশা করছি বৃহস্পতিবারের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। তবে মেলা পুরোপুরি প্রস্তুত হতে আরও দুই-একদিন লাগতে পারে।

নতুন বই : মেলার প্রথম দিনেই প্রকাশিত হয়েছে শতাধিক নতুন বই। তবে প্রথম দিনে মেলার তথ্যকেন্দ্র চালু না থাকায় এর সঠিক পরিসংখ্যান জানা যায়নি। মেলা প্রাঙ্গণ ঘুরে ও প্রকাশকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম দিনেই বেশ কিছু ভালো বই প্রকাশ হয়েছে। আগামী প্রকাশনী থেকে এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘নির্বাচিত প্রবন্ধ’। এসেছে হাসান আজিজুল হকের নতুন দুটি বই ‘দুয়ার হতে দূরে’ ও ‘স্মৃতিগদ্য : বন্ধনহীন গ্রন্থি’। দুটিই প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। ঐতিহ্য থেকে এসেছে বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণের সংকলন ‘ওঙ্কারসমগ্র’, যার শ্রুতিলিখন ও সম্পাদনা করেছেন নির্ঝর নৈঃশব্দ্য।

আরও এসেছে কবি-সব্যসাচী সৈয়দ শামসুল হকের ‘হ্যামলেট’, মোস্তফা কামালের ‘রূপবতী’। বই দুটি এনেছে অন্যপ্রকাশ। মৌলি আজাদের ‘রক্তজবাদের কেউ ভালোবাসেনি’ এনেছে আগামী প্রকাশনী, পিয়াস মজিদের ‘নিঝুম মল্লার’ এনেছে পাঞ্জেরী পাবলিকেশন্স, হরিশংকর জলদাসের ‘ইরাবতী’ এনেছে মাওলা ব্রাদার্স, অনন্যা থেকে প্রকাশ হয়েছে ইমদাদুল হক মিলনের ‘নয়মাস’।