English Version
আপডেট : ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:২৪
স্কুলে আগুন

এসএসসির প্রবেশপত্র পুড়ে ছাই, উদ্বেগে পরীক্ষার্থীরা

এল এন শাহী,
নিজস্ব প্রতিবেদক
এসএসসির প্রবেশপত্র পুড়ে ছাই, উদ্বেগে  পরীক্ষার্থীরা
পুড়ে যাওয়া স্কুলের সামনে কান্নারত শিক্ষার্থীরা

গাইবান্ধা: গাইবান্ধায় ‘গণ উন্নয়ন একাডেমী’ পরিচালিত স্কুলে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে। এতে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র পুড়ে ছাই হয়ে যাওয়া চরম উদ্বেগে দিন কাটছে শিক্ষার্থীদের।

বৃহস্পতিবার মধ্য রাতে জেলার সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দের পাড়ায় ব্রাক্ষ্মপুত্র নদের দুর্গম চরে এই আগুন দেয়া ঘটনা ঘটে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মোমিন খানা, সদর থানার ওসি মেহেদী হাসানসহ বিভিন্ন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সকালে বিদ্যালয়ে আগুন দেয়ার খবর পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসে কান্নায় ভেঙে পড়েন। স্কুলের অফিস রুমে আগুন লাগায় ফেব্রুয়ারি মাসে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্রও আগুনে পুড়ে গেছে। এতে হতাশ হয়ে পড়েছে অনেক শিক্ষার্থী। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ জানান, দুর্গম চরের শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়ানোর লক্ষ্যে ২০০৩ সালে বিদ্যালয়টি  প্রতিষ্ঠা করা হয়। এখানে ১ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রায় সাড়ে ৫শ শিক্ষার্থী লেখাপড়া করে। 

অতিরিক্ত জেলা প্রশাসক শামসুল আজম জানান, কাল থেকেই যাতে বিদ্যালয়ে ছেলে-মেয়েদের লেখাপড়া শুরু করা যায়। সে লক্ষ্যে কাজ করা হবে। এছাড়া শিক্ষা বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে এসএসসি পরীক্ষার্থীদের জন্য নতুন করে প্রবেশপত্র তৈরি ব্যবস্থা গ্রহণ করা হবে।Displaying AB Picture-5.jpg

ওসি মেহেদী হাসান জানান, ঘটনাটি নাশকতা কি না তা তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।