English Version
আপডেট : ৭ জানুয়ারি, ২০১৭ ১৩:০১

BCFDF বর্ণমালা স্কুলের শিশুদের পাশে দীপক রায়

নিজস্ব প্রতিবেদক
BCFDF বর্ণমালা স্কুলের শিশুদের পাশে দীপক রায়

‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু’  ভূপেন হাজারিকার এই কালজয়ী গানের কথাগুলোর উত্তরে হ্যাঁ বলেছেন প্রিন্ট আর্ট প্যাকেজিং এর সত্যাধিকারী বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী দীপক কুমার রায়। 

সম্প্রতি দরদী এই মানুষটি হাজির হয়েছেন সুবিধাবঞ্চিত শিশুদের ফ্রি স্কুল "BCFDF বর্ণমালা স্কুলে। এসময় তিনি শিশুদের হাতে বই, খাতা, কলম, পেন্সিল, রং পেন্সিল, স্কুলব্যাগ, ড্রেস, খাবার সামগ্রী তুলে দেন। এতো এতো গিফট পেয়ে সুবিধা বঞ্চিত শিশুরা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। 

এ সময় তিনি শিশুদের সাথে অনেক সময় গল্প, আনন্দ আড্ডায় কাটিয়ে দেন। তাদের পড়ালেখার খোঁজ খবর নেন। 

সুবিধা বঞ্চিত শিশুদের কল্যাণে স্কুলটি পরিদর্শনে আসায় পরিচালক মো. রুমেন ও চেয়ারম্যান হুমায়ূন রশিদ জনী দীপক কুমার রায় কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় তারা দেশের সহৃদয়বান ব্যক্তিদের স্কুল পরিদর্শন আহ্বান জানান।