English Version
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০১৬ ১৯:৩১

মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলে বসে ছিলো নবীন-প্রবীণের মিলন মেলা

অনলাইন ডেস্ক
মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলে বসে ছিলো নবীন-প্রবীণের মিলন মেলা
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একাংশ

‘শিক্ষাই আলো’ এই স্লোগানকে ধারণ করে ১৯১৬ সালে পণ্ডিত গঙ্গা গবিন্দা সিদ্ধান্তের সুযোগ্যপুত্র রায় সাহেব মহেন্দ্র নাথ ভট্টাচার্য প্রতিষ্ঠা করেন ‘মিরপুর দারুসালাম সিদ্ধান্ত হাই স্কুল’।

বর্তমান স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মুজিব সারোয়ার মাসুমের প্রত্যক্ষ তত্ত্বাবধানে স্কুলটির দুই শিপটে ২২৫০ জন শিক্ষার্থী এবং ৫২ জন মেধাবী ও সুযোগ্য শিক্ষক-শিক্ষিকা ৮ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে নিরলস পরিশ্রমে মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছেন। 

প্রাকৃতিক মনোরম পরিবেশে ও সুসজ্জিত সুবিশাল ক্যাম্পাসে ৭টি ভবনে স্কুলটির শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে রয়েছে ২৬টি শ্রেণি কক্ষ, একটি পাঠাগার, একটি কম্পিউটার ল্যাব, একটি বিজ্ঞানাগার, একটি স্কাউট ডেন, একটি বিতর্ক ক্লাব এবং সুবিশাল ও প্রশস্ত মিলনায়তন।  

ঢাকার মিরপুরের দারুসসালাম রোডে গড়ে তোলা ‘মিরপুরের সিদ্ধান্ত হাই স্কুল’ থেকে প্রতি বছর ২৫-২৭ জন শিক্ষার্থী গোল্ডেন জিপিএ পেয়ে আসছে।

গত ২৩-২৪ ডিসেম্বর ২০১৬ স্কুলটি শতবর্ষ উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনঃমিলনী উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্কুল প্রাঙ্গন পরিণত হয় নবীন-প্রবীণ শিক্ষক-শিক্ষার্থী মিলন মেলায়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।   

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হক এমপি, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর এস এম ওয়াহিদুজ্জামান, ঢাকার ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান, প্রাক্তন এমপি হারুন মোল্লা সুযোগ্যপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক এখলাস উদ্দিন মোল্লা।

আলহাজ্ব আব্দুর রশিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মো. মফিজুল হক বেবু, আলহাজ্ব মোহাম্মদ হোসেন খান, আলহাজ্ব মুজিব সারোয়ার মাসুম।