English Version
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০১৮ ১৫:৩৯

‘জঙ্গি তৎপরতা কমেছে, বেড়েছে মাদক’

অনলাইন ডেস্ক
‘জঙ্গি তৎপরতা কমেছে, বেড়েছে মাদক’

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে জঙ্গি তৎপরতা কমলেও বেড়েছে মাদকের প্রভাব।

সোমবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, জঙ্গি নিয়ন্ত্রণের পর্যায়ে, বেড়েছে মাদক সেবন। তাই আমরা মাদকটাকেই বেশি গুরুত্ব দিচ্ছি। মাদক যাতে বেশি পরিমাণে বিস্তারলাভ করতে না পারে সে বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

মন্ত্রী বলেন, আমরা দেশের আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট ইস্যুগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যেসব অবলোকন করেছি সেটা হচ্ছে তুলনামূলক অপরাধ পরিসংখ্যান পর্যালোচনা দেখা যায় নভেম্বর ২০১৭ থেকে ডিসেম্বর ২০১৮ মাসে এক বছরে নারী নির্যাতন, শিশু নির্যাতন, ডাকাতি, খুন, অপহরণ ও চুরি উল্লেখযোগ্যভাবে কমেছে।

তিনি জানান, দেশের আইনশৃঙ্খলার যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে। আমরা এখন বিশেষভাবে মাদক ব্যবসায়ী গডফাদার সংক্রান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকার ভিত্তিতে কাজ করছি। সেখানে ৮৬০ জন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। যার মধ্যে ১৮৮ জন জেলহাজতে রয়েছে। তারপরও আমরা মনে করি এটার ব্যাপারে আরও তৎপর হওয়া প্রয়োজন। এই তৎপরতা নিয়ে আমরা আলোচনা করেছি আগামীতে এই তৎপরতা আরও বৃদ্ধি পাবে।

তিনি বলেন, এভাবে মাদক সেবন বৃদ্ধি পেলে জাতির ভবিষ্যৎ একটি ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেদিকে লক্ষ্য রেখে আমরা বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছি। এর মধ্যে রয়েছে জনগণকে সম্পৃক্ত করা, আমরা সমস্ত স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে স্কুলে ক্লাসে বসিয়ে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা হবে। দেশের সমস্ত মসজিদে খুদবা শুরুর আগে ইমাম সাহেব যেন এ ব্যাপারে সচেতনতামূলক কথা বলেন এবং মাদকের খারাপ দিক তুলে ধরেন এ বিষয়ে নির্শনা দেয়া হবে।

তিনি বলেন, বিশেষ করে সমাজে যাতে মাদকবিরোধী একটি সামাজিক বিপ্লব হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা এই কর্মতৎপরতা গ্রহন করেছি।এটা কার্যকর করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, জুলাই ২০১৬ থেকে এ পর্যন্ত জঙ্গিবিরোধী ৩২ টি বড় অভিযান পরিচালিত হয়েছে তাতে অভিযানকালে নিহত হয়েছেন ১৮ জন শীর্ষ জঙ্গি গ্রেফতার হয়েছে ৬৪ জন।এদের মধ্যে রয়েছে ৮ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্য নিহত হয়েছেন। তার মদ্যে একজন পুলিশ, র্যা ব একজন এবং ফায়ার সার্ভিসের একজন সদস্য নিহত হয়েছে।