English Version
আপডেট : ১৩ ডিসেম্বর, ২০১৭ ১৮:২৪

যুক্তরাষ্ট্রে গিয়ে জঙ্গিবাদে জড়িয়েছে আকায়েদ : সিটিটিসি

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রে গিয়ে জঙ্গিবাদে জড়িয়েছে আকায়েদ : সিটিটিসি

পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম জানান, বাংলাদেশে নয়, নিউইয়র্কে সন্ত্রাসী হামলার জন্য অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ আকায়েদ উল্লাহ বাংলাদেশে থাকতে জঙ্গিবাদের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের কাছে কোনো তথ্য নেই। এমনকি তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ডও নেই। এমতাবস্থায় পুলিশ ধারণা করছে, আকায়েদ যুক্তরাষ্ট্রে যাওয়ার পর জঙ্গিবাদে জড়াতে পারেন। আজ বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। 

মনিরুল বলেন, নিউইয়র্কের ম্যানহাটনে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার আকায়েদের বাংলাদেশে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। তবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পর তিনি জঙ্গিবাদে জড়াতে পারেন বলে আমরা ধারণা করছি। তিনি বলেন, আকায়েদকে গ্রেফতারের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক কথা হয়েছে। তারা চাইলে যে কোনো ধরনের সহযোগিতা করা হবে।  মনিরুল জানান, এই ঘটনায় আকায়েদের স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছেও আকায়েদ সম্পর্কে সন্ত্রাসবাদের কোনো তথ্য পাওয়া যায়নি। নিউইয়র্কের ম্যানহাটন পোর্ট অথরিটি বাস টার্মিনালে গত সোমবার সকালে বিস্ফোরণের ঘটনায় আকায়েদসহ চারজন আহত হন। পরে আহতাবস্থায় আকায়েদ উল্লাহকে আটক করা হয় বলে নিউইয়র্ক পুলিশ জানায়।  

সিটিটিসির প্রধান জানান, আকায়েদ তার স্ত্রী জান্নাতুল ফেরদৌসকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের প্রধান সংগঠক মুফতি জসীমউদ্দীন রাহমানীর বই পড়ার পরামর্শ দিতেন। জিজ্ঞাসাবাদে তার স্ত্রী এই তথ্য দিয়েছেন দাবি করে তিন বলেন, ৭ বছর পূর্বে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে আকায়েদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা ছিল কি না- সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পুলিশ পায়নি।