English Version
আপডেট : ৩ ডিসেম্বর, ২০১৭ ১৮:০০

চলতি মাসেই হলি আর্টিজান মামলার চার্জশিট : মনিরুল

অনলাইন ডেস্ক
চলতি মাসেই হলি আর্টিজান মামলার চার্জশিট : মনিরুল

বহুল আলোচিত রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় করা মামলায় চলতি মাসেই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম। আজ রোববার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকলে তিনি এই তথ্য জানান। মনিরুল ইসলাম বলেন, হলি আর্টিজান মামলার চার্জশিট এ মাসেই দেওয়া হবে। এই মামলায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সাগর, রিপন, আকরাম ও খালিদ নামে চারজন পলাতক রয়েছে, যাদের মধ্যে সাগর খুবই গুরুত্বপূর্ণ একজন। তাদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে। তবে গ্রেপ্তার করা সম্ভব না হলে তাদের পলাতক দেখিয়েই চার্জশিট দেওয়া হবে। গত বছরের ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গিরা হামলা চালায়। পুলিশ সেখানে প্রতিরোধ করতে গেলে জঙ্গিদের গ্রেনেড হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এছাড়া হলি আর্টিজানে জিম্মি করা দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। ওই ঘটনায় গুলশান থানায় দায়ের করা মামলাটি তদন্ত করছে সিটিটিসি।