English Version
আপডেট : ২ অক্টোবর, ২০১৭ ১৬:০৬

অতিরিক্ত মদ পানে ২ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
অতিরিক্ত মদ পানে ২ জনের মৃত্যু

দুর্গাপূজা উপলক্ষে আনন্দ উপভোগ করতে গিয়ে অতিরিক্ত মদ পানে রণজিৎ পাল (৫০) ও উত্তম পাল (৫৫) নামে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মির্জাপুর বাজারের ব্যবসায়ী ও পালপাড়া গ্রামের রণজিৎ পাল ও উত্তম পালের বাড়িতে দুর্গাপূজা শেষে গতকাল রাতে জুয়া ও মদের আসর বসে। আসরে ১২ থেকে ১৫ জন জুয়াড়ি এবং মাদক ব্যবসায়ী ও মাদকসেবী ছিলেন। জুয়া খেলার এক পর্যায়ে বাড়তি আনন্দের জন্য তারা মদ পান করেন। অতিরিক্ত মদ পানে রণজিৎ পাল ও উত্তম পাল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের অবস্থা গুরুতর দেখে অন্যরা পালিয়ে যান। স্থানীয় লোকজন খবর পেয়ে আহত দুজনকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়ার  পথে রণজিৎ পাল মারা যান। পরে উত্তম পালকে কুমুদিনী হাসপাতালে ভর্তির পর সেখানে তিনিও মারা যান। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে উত্তমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এরআগে মির্জাপুর থানাসংলগ্ন শহীদ মিনারের উত্তর পাশে বন্ধুর আড্ডা রেস্টুরেন্ট ও আবাসিক হোটেলে এক মাদক ব্যবসায়ী মারা যান। আহত হন ৪-৫ জন। এই ঘটনার পরও পুলিশ প্রয়োজনীয় কোনো ব্যবস্থা গ্রহণ না করায় মির্জাপুরে মাদক ব্যবসা ও জুয়ার প্রসার বেড়েই চলেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক মিজান বলেন, খবর পেয়ে পুলিশ উত্তম পালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বে রণজিৎ পালের লাশ তার স্বজনরা রাতেই পুড়িয়ে ফেলেছে।