English Version
আপডেট : ৬ জুলাই, ২০১৭ ১০:৫৫

জন্মদিনের কথা বলে আবারও বনানীতে তরুণী ধর্ষণ, মামলা

অনলাইন ডেস্ক
জন্মদিনের কথা বলে আবারও বনানীতে তরুণী ধর্ষণ, মামলা

রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত ও নাঈম আশরাফের দুই তরুণী ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই রাজধানীর বনানীতে জন্মদিনের কথা বলে  আবারও ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার অভিযোগকারী তরুণী একজন অভিনেত্রী। বুধবার (৫ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে এ ঘটনায় ভুক্তভোগী ওই তরুণী শিল্পপতির ছেলে বাহাউদ্দিন ইভানের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-৮। অভিযুক্ত বাহাউদ্দিন ইভান (২৮) নামে ওই যুবককে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

বনানী থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বনানী ২ নম্বর রোডের ৫/এ নম্বর বাড়িটিতে (ন্যাম ভিলেজ) জন্মদিনের দাওয়াতের কথা বলে ডেকে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় বাহাউদ্দিন ইভান নামে এক শিল্পপতির ছেলেকে আসামি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধর্ষণের বিষয়টি প্রমাণিত হওয়ায় মামলাটি গ্রহণ করে পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ মাস আগে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয়। গত চার মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। মঙ্গলবার ইভান তার ওই বান্ধবীকে জন্মদিনের দাওয়াত দিয়ে নিজ বাসায় নিয়ে আসে। ইভান তার মায়ের সঙ্গেও পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেছিল। এরপর তাকে আটকে গভীর রাত পর্যন্ত ধর্ষণ করে রাত ৩টার দিকে বাসা থেকে বের করে দেয়।

ইভান মোবাইল ফোনটিও রেখে দেয় বলে ওই তরুণী জানান। ভোরে থানায় গিয়ে ঘটনাটি জানান ওই তরুণী। পরে স্বজনদের সঙ্গে পরামর্শের পর মামলা করেন।

ইভানের বাবার নাম বোরহান উদ্দিন বেলাল বলে জানিয়েছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন। বনানীতে এই ব্যবসায়ীর একটি বিপণি বিতান রয়েছে। অভিযোগকারী তরুণী টিভি অভিনেত্রী বলে জানান পুলিশ কর্মকর্তা আব্দুল মতিন।

তিনি জানান, ওই তরুণীর থানায় লিখিত অভিযোগ করার পর ইভানকে গ্রেফতার জন্য মাঠে নেমেছে পুলিশ। ইভান বিবাহিত এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে বলেও জানান তিনি। 

ওই তরুণীকে ভিকটিম সাপোর্টে সেন্টারে রাখা হয়েছে। বৃহস্পতিবার তার ডাক্তারি পরীক্ষা করা হবে বলে জানায় পুলিশ।

এর আগে, গত ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে সাফাত আহমেদ নামে এক বন্ধুর জন্মদিনে যোগ দিতে এসে বন্ধুদের যোগসাজশে ধর্ষণের শিকার হন দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী।

ওই ঘটনায় বনানী থানায় পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার আসামিরা হলেন সাফাত আহমেদ, নাঈম আশরাফ, সাদমান সাকিব, সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী সাকিফ। এদের পাঁচজনকেই গ্রেফতার করেছে পুলিশ।