English Version
আপডেট : ১ মার্চ, ২০১৭ ১৯:০৮

হলি আর্টিজানে অস্ত্র সরবরাহকারী বড় মিজান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
হলি আর্টিজানে অস্ত্র সরবরাহকারী বড় মিজান গ্রেপ্তার

ঢাকা: গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা ও নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী চক্রের প্রধান মিজান ওরফে বড় মিজানকে (৬১) রাজধানীর বনশ্রী থেকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিট।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানান, বনানীর কাকলী ক্রসিং সামনের একটি বাস থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বড় মিজান নব্য জেএমবির চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ এলাকার প্রধান দায়িত্বশীল। আগে সে জুনুদ আল তাওহীদ নামক জঙ্গি সংগঠনের প্রধান সামরিক কমান্ডার ছিল। পরবর্তীতে তামিম চৌধুরীর মাধ্যমে নব্য জেএমবিতে যোগ দেয়।

বড় মিজান নব্য জেএমবির চাঁপাই সীমান্তকেন্দ্রীক অস্ত্র ও গ্রেনেড তৈরির উপকরণ, ডেটোনেটর ও জেল চোরাচালানের একটি চক্র বা সিন্ডিকেট তৈরি করে যারা নব্য জেএমবির প্রায় সকল অস্ত্র, ডেটোনেটর ও জেল সরবরাহ করে আসছিল। ২০১৬ সালের ২ নভেম্বর দারুসসালাম থানায় দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে দাবি করে পুলিশ।

জানা যায়, গুলশানে হামলায় ব্যবহৃত গ্রেনেড ও পিস্তল বড় মিজানের সিন্ডিকেটের মাধ্যমে ঢাকায় আনা হয় এবং বসুন্ধরার তানভির কাদেরীর বাসায় তামিম চৌধুরীর কাছে পৌঁছানো হয় বলে জানায় সিটি।