English Version
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৫৯

মেয়র মীরুসহ ৬ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক
মেয়র মীরুসহ ৬ আসামি কারাগারে

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের শাহজাদপুরে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মীরুসহ ৬ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার দুপুরের দিকে রিমান্ডশেষে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (শাহজাদপুর আমলি) আদালতে হাজির করেলে বিচারক হাসিবুল হক এ আদেশ দেন।

সিনিয়র জুডিশিয়াল আদালতের জিআরও আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৩ ফেব্রুয়ারি মেয়র মীরুসহ ৬ আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২ ফেব্রুয়ারি উপজেলা ছাত্রলীগ ও মেয়র গ্রুপের সংঘর্ষ চলাকালে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল গুলিতে আহত হন। গুরুতর অবস্থায় ৩ ফেব্রুয়ারি ঢাকা নেওয়ার পথে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের স্ত্রী নুরুন নাহার বেগম বাদী হয়ে মেয়র হালিমুল হক মীরু ও তার ভাইসহ ১৮ জনের নাম উল্লেখ ও ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ইতোমধ্যে মামলার প্রধান আসামি মেয়র হালিমুল হক মীরু ও তার ভাই হাবিবুল হক মিন্টুসহ ৯ আসামিকে গ্রেফতার করে পুলিশ।