English Version
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:০৬

মৃত ব্যক্তির নামে প্রতিবেদন : ক্ষমা চেয়ে দায় সারলেন এসপি

নিজস্ব প্রতিবেদক
মৃত ব্যক্তির নামে প্রতিবেদন : ক্ষমা চেয়ে দায় সারলেন এসপি

মানবতাবিরোধী অপরাধের মামলায় মারা যাওয়া ওয়াজ উদ্দিনকে পলাতক দেখিয়ে প্রতিবেদন দেওয়ার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (১৬) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে নুরুল ইসলাম লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান।

বিচারপতি শাহীনূর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যেরআন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালে এ বিষয়ে আজ শুনানি অনুষ্ঠিত হবে।

গত ৩১ জানুয়ারি প্রয়াত ওয়াজ উদ্দীনকে পলাতক ঘোষণা করে প্রতিবেদন দেওয়ায় ময়মনসিংহের এসপিকে তলব করেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শককেও (আইজিপি) ব্যাখ্যা দিতে বলা হয়।