English Version
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:১৮

কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবক রাজীব গান্ধীর সহযোগী

নিজস্ব প্রতিবেদক
কথিত ‘বন্দুকযুদ্ধে’  নিহত যুবক রাজীব গান্ধীর সহযোগী

বগুড়ার কাহালুতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত যুবকের পরিচয় মিলেছে। তিনি নব্য জেএমবির পাবনা, কুষ্টিয়া, নাটোর ও সিরাজগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক এবং গুলশানের হলি আর্টিসান হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী মো. আবু মুসা ওরফে আবুজার ওরফে আবু তালহা ওরফে রবিন ওরফে সামিউল (৩২)। তিনি পাবনা সদর উপজেলার বাসিন্দা।

বগুড়া এ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, আবু মুসা গত ২০ মে কুষ্টিয়ার মজুমপুর এলাকার হোমিও চিকিৎসক সানাউল্লাহ হত্যায় জড়িত ছিল। এ ছাড়াও ২০১৬ সালের ৫ জুনে নাটোরের বনগ্রাম বাজারে মুদি দোকানদার সুনীল গোমেজ হত্যায়ও জড়িত ছিল।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, সিরাজগঞ্জ জেলায় জঙ্গি সংগ্রহ, আত্মাঘাতী হামলার প্রশিক্ষণ, জিহাদি বই বিতরণ, চাঁদা সংগ্রহ ও হিজরতের জন্য সঙ্গীদের প্রস্তুত করাসহ জঙ্গি তৎপরতায় প্রশিক্ষণে লিপ্ত জঙ্গি সদস্যরা গ্রেফতার হলে তারা আদালতে যে জবানবন্দি দেয় তাতে মুসার নাম উঠে আসে। এ ছাড়াও সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানায় গত ৫ সেপ্টেম্বরে আটক ৩ জঙ্গি আদালতে যে জবানবন্দি দিয়েছে তাতেও আবু মুসার নাম উঠে এসেছে। 

কাহালু থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, সোমবার রাত আড়াইটার দিকে উপজেলার পাতানজা এলাকায় পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে জঙ্গির প্রশিক্ষক আবু মুসা গুরুতর আহত হন। তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।