English Version
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৭ ১৪:০৩

লিটন হত্যার প্রধান ‘সন্দেহভাজন’ দু’জন ২দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
লিটন হত্যার প্রধান ‘সন্দেহভাজন’ দু’জন ২দিনের রিমান্ডে

গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় গ্রেপ্তারকৃত প্রধান ‘সন্দেহভাজন’ দুজনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুর পৌনে ১২টার দিকে গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (সুন্দরগঞ্জ) মইনুল হাসান ইউসুফ এ আদেশ দেন।

তারা হলেন-সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির ইউনূস আলীর ছেলে আশরাফুল ইসলাম এবং সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের অর্থযুগানদাতা ফরিদের ছেলে জহিরুল ইসলাম। আশরাফুল ও জহিরুলের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র গ্রামে। 

এমপি লিটন হত্যাকাণ্ডের প্রধান ‘সন্দেহভাজন’ ওই দুজনকে ১১ ডিসেম্বর ঢাকার বাড্ডা এলাকা থেকে গ্রেপ্তার করেন র‌্যাব-১। পরে গত ১৩ জানুয়ারি রাতে তাদের সুন্দরগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার ওই দুজনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক রোববার শুনানির দিন ধার্য করেন। আজ শুনানি শেষে তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।