English Version
আপডেট : ১৪ জানুয়ারি, ২০১৭ ১৭:২১

‘রাজীব গান্ধী’ আট দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
‘রাজীব গান্ধী’ আট দিনের রিমান্ডে
জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী

ঢাকা: রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম প্রধান পরিকল্পনাকারী জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীকে আটদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মাহমুদুল হাসান ‘রাজীব গান্ধী’র আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানায় মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির। পরে শুনানি শেষে আদালতের বিচারক মাহমুদুল হাসান আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার রাতে টাঙ্গাইল থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট অভিযান চালিয়ে রাজীব গান্ধীকে গ্রেফতার করেন।

শনিবার সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার পরিচালক (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানান।

গত বছরের পহেলা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেঁস্তোরায় জঙ্গি হামলায় ১৭ জন বিদেশিসহ নিহত হন মোট ২২ জন। তাদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তা। জঙ্গিদের গুলি ও বোমায় আহত হন পুলিশের অনেকে। পরে ২ জুলাই সকালে কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গি ও রেস্তোরাঁর একজন পাচক নিহত হন। রেস্তোরাঁর আটক আরেক কর্মী জাকির হোসেন শাওন পরে হাসপাতালে মারা যান।